আড়াই দিনে খেলা শেষ দ্বিতীয় টেস্ট ম্যাচ। দিন রাতের গোলাপী বলে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতকে শাসন করল অস্ট্রেলিয়া। ভারত ১০ উইকেটে হেরে গিয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে বিরাট ফাটল ধরেছে। কিন্তু ক্রিকেটারদের মনোবলকে ফিরিয়ে আনতে চাই বলে পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। গাভাসকার বলেন, সামনে তিনটি টেস্ট ম্যাচ রয়েছে। আবার অনুশীলনের জন্যে তখন বাড়তি দু’দিন সময় পাওয়া গেছে। এই দুটো দিনকে কোনও ভাবেই নষ্ট করা চলবে না। দিনগুলোকে কাজে লাগাতে হবে। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বড়তি দুটো দিনে ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোটেলের ঘরে মন খারাপ না করে বা এদিক ওদিক ঘোরা ফেরা না করে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েছে। তোমরা এখানে ক্রিকেট খেলতে এসেছো। এটা মনে রাখতে হবে।
গাভাসকার আরও বলেন, গোটা দিন অনুশীলন করতে হবে তা নয়। নিজেরাই ঠিক করে অনুশীলনের সময় বের করে নেওয়া প্রয়োজন আছে। সামনে ৫৭ দিন পরে রয়েছে তিনটি টেস্ট ম্যাচ খেলবার জন্যে। অর্থাৎ হাতে থাকে ৩২ দিন। আবার এর মধ্যে প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ২ দিনের ম্যাচ রয়েছে। তাই অনুরোধ করবো দিনগুলোকে কোনও ভাবে নষ্ট না করতে। অনুশীলনে মন দাও। যশপ্রীত বুমরার সেইভাবে অনুশীলনে ব্যস্ত থাকার প্রয়োজন হবে না। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বলবো অনুশীলনে নেমে পড়তে। অন্যরা অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করলে মনোবল ফিরে পাবে।