হারিয়ে যাচ্ছে যে খেলাগুলি

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

মােবাইল আর ভিডিও গেমসের দাপটে হারিয়ে যাচ্ছে সনাতনি বাংলার খেলাগুলি। পাড়ার মাঠে টিমটিম করে চলছে ক্রিকেট ও ফুটবল। কিন্তু হারিয়ে যাচ্ছে বহু প্রাচীন বাংলার খেলাগুলি যেমন ডাঙ্গুলি, রাঙালাঠি, পিট্টু, লুকোচুরি, কানামাছি।

এছাড়াও ইন্ডাের গেমস বা ঘরের খেলার মধ্যে রয়েছে কাটাকুটি, ব্যাগাডুলি, চাইনিস চেকার, লুডাে এমন ইভেন্টগুলাে।

আগে এই জনপ্রিয় খেলাগুলি গ্রামে ও পাড়ার মাঠে চোখে পড়তাে। আর ঘরের খেলাগুলি সব বাড়িতেই দেখা যেত। এখন সব এই খেলাগুলি হারিয়ে গেছে।


আসলে বাঙালি তার বাঙালিয়ানা হারাচ্ছে। বিদেশি মােবাইল আর ভিডিও গেমসে সবাই বুদ হয়ে রয়েছে শিশু, কিশাের ও কিশােরীরা। এটা বাঙালি হিসেবে খুব দুঃখ পাচ্ছি।