• facebook
  • twitter
Tuesday, 25 March, 2025

মাতিয়ে রাখলেন শাহরুখ খান থেকে শুরু করে কোহলি ও শ্রেয়া ঘোষালরা

আইপিএল বিনোদন মঞ্চ

নিজস্ব গ্রাফিক্স

ইডেন উদ্যান আলোয় আলোকময়। শনিবার সন্ধ্যায় বৃ্‌ষ্টির পূর্বাভাস থাকলেও দর্শকরা সকলেই মনোময় পরিবেশটাকে উপভোগ করবার জন্য ছুটে এসেছিলেন ইডেনে। একদিকে বলিউড তারকা শাহরুখ খানের উদ্যাম চিৎকার আর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে মুম্বাইয়ের তারকা শিল্পীরা মাতিয়ে রাখলেন শনিবারের সন্ধ্যাকে। তারকা গায়িকা শ্রেয়া ঘোষালের মিষ্টি গলার গানে সবাই মেতে উঠেছিলেন। পাশাপাশি বলিউড নৃত্যশিল্পীদের নাচে সবাই সামিল হয়েছিলেন।

যখন বলা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদের হাট বসবে এবং সবাইকে অবাক করে দেবে। কিন্তু সেইভাবে ইডেনকে রাঙিয়ে দিতে পারলেন না শিল্পীরা। এমনিতেই কলকাতায় উদ্বোধনীর ম্যাচের আগে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তা কিন্তু অতীতকে ছাপিয়ে যেতে পারল না। খেলা আর বিনোদনের মহামিলনে সবাই আনন্দের জোয়ারে ভেসে গিয়েছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। শ্রেয়া ঘোষাল অনুষ্ঠানের শুরুতেই ময়দানকে নিয়ে সুরের মায়ায় সবাইকে মোহিত করলেন। তিনি ভারতমাতাকে বন্দনা করেও গাইলেন বন্দেমাতরম। সাধারণত দুর্গাপুজোয় যে আনন্দের বন্যা বয়ে যায় ঠিক সেইভাবে ইডেনের ক্রিকেট পুজোয় সবার আগমন এক ইতিহাস রচনা করে।

মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ডেকে নেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলিকে। বিরাটও শাহরুখের সঙ্গে আলাপচারিতায় জমে গেলেন। কোহলি বলেন আমার জীবনটাই ক্রিকেট দিয়ে তৈরি করা। আমার হৃদয় কথা বলে ক্রিকেটের সাফল্যের মধ্যে দিয়ে। তাই সমর্থকদের কাছে বিরাট সব সময় বিরাট চরিত্র নিয়ে সবাইকে কাছে টেনে নিতে জানেন। মঞ্চে আসেন রিঙ্কু সিং। রিঙ্কু আর বিরাটকে নিয়ে নাচে মেতে উঠেছিলেন শাহরুখ খান কোহলি সেইভাবে নিজেকে নাচের মধ্যে না রাখতে পারলেও রিঙ্কু কিন্তু সমান তালে শাহরুখ খানের সঙ্গে মঞ্চ মাতিয়ে রাখলেন।

শাহরুখ ডেকে নেন মঞ্চে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজার বিনিকে। এরপর আসেন রাজীব শুক্লা। ছৌ নাচের মধ্যেই শাহরুখ খান এগিয়ে এসে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে ও রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদারকে আহ্বান করলেন। তাদের হাতে শোভা পেল আইপিএল ট্রফি। দুই অধিনায়ক স্পষ্ট জানালেন আইপিএল ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছে। আকাশে উড়িয়ে দেওয়া হল বেলুন। প্রদর্শিত হল বাজি।

এদিকে আইপিএলের উদ্বোধনের আগেই শাহরুখ খান ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। সেখানে গিয়ে দলকে জেতার বার্তা দিয়েছেন শাহরুখ? দেখা গিয়েছে দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন। তাঁদের সামনে শাহরুখ বলেন, “ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। সুস্থ থেকো। আনন্দ থেকো। প্রত্যেকের খেয়াল রাখার জন্য চন্দু স্যরকে (প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত) ধন্যবাদ। যারা নতুন এসেছে তাদের স্বাগত। আমাদের অধিনায়কের দায়িত্ব নেওয়ায় অজিঙ্ককে (রাহানে) ধন্যবাদ। আশা করছি তুমি এখানে নতুন একটা ঘর পাবে। আশা করছি একটা ভাল সন্ধে কাটাব। একটা ভাল ম্যাচ খেলব।”

শাহরুখের কথা থেকে স্পষ্ট, দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন তিনি। প্রতি বারই এই ভূমিকায় দেখা যায় শাহরুখকে। কেকেআরের ম্যাচের সময় ইডেনে থাকলে খেলা শেষে মাঠে নামেন তিনি। সকলের সঙ্গে দেখা করেন। শুধু কেকেআর নয়, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। সকলকে জড়িয়ে ধরেন। তাঁদের আপন করে নেন। যাঁরা কেকেআরে খেলেন, তাঁরা শাহরুখের এই আপন করে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন। সেই কাজটাই আরও এক বার করলেন তিনি। মরসুম শুরু হওয়ার আগেই দলকে একসঙ্গে আনন্দ করে খেলার পরামর্শ দিলেন মালিক।

গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তাই এ বার বাড়তি চাপ থাকবে দলের উপর। বাড়তি দায়িত্ব থাকবে। শাহরুখও জানেন, পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়া কঠিন। তার উপর এ বার দলের অধিনায়ক আলাদা। নতুন অনেক ক্রিকেটার এসেছেন। তাই আগে থেকেই দলের উপর থেকে চাপ সরানোর চেষ্টা করলেন তিনি। এই কাজ তিনি বছরের পর বছর করছেন। দলকে আনন্দে রাখার পাশে ফুরফুরে আবেগকে ধরে রাখার চেষ্টা করেছেন মালিক।

ছবি—মউল মণ্ডল

News Hub