• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ব্রিজে দলগত সেরা স্বীকৃতি পেল ফরমিডাবেল

নিজস্ব প্রতিনিধি— সারা ভারত শ্রীসিমেন্ট ব্রিজ প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হল ফরমিডাবেল৷ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন কৌস্ত্তভ বেন্দ্রে, সায়ন্তন কুশারী, কৌস্তভ নন্দী, সাগ্নিক রায়, রাজেশ্বর তিওয়ারি ও সুমিত মুখার্জি৷ এঁরা প্রত্যেকেই আন্তর্জাতিক স্তরে ব্রিজ খেলোয়াড়৷ তাঁরা হারিয়ে দিয়েছে ফাইনালে অরুণ জৈন দলকে৷ ফরমিডাবেল জিতেছে ১২৮.৫ – ৭৪ পয়েন্টের ব্যবধানে৷ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি— সারা ভারত শ্রীসিমেন্ট ব্রিজ প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হল ফরমিডাবেল৷ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন কৌস্ত্তভ বেন্দ্রে, সায়ন্তন কুশারী, কৌস্তভ নন্দী, সাগ্নিক রায়, রাজেশ্বর তিওয়ারি ও সুমিত মুখার্জি৷ এঁরা প্রত্যেকেই আন্তর্জাতিক স্তরে ব্রিজ খেলোয়াড়৷ তাঁরা হারিয়ে দিয়েছে ফাইনালে অরুণ জৈন দলকে৷ ফরমিডাবেল জিতেছে ১২৮.৫ – ৭৪ পয়েন্টের ব্যবধানে৷ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এখানে উল্লেখ করা যেতে পারে সুমিত মুখার্জি ভারতের হয়ে বিশ্বকাপ ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করেছেন৷ এবারের এই প্রতিযোগিতায় প্রতিটি দলের খেলোয়াড়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন৷ বিশেষভাবে নজর কেড়েছেন সুমিত মুখার্জি, সাগ্নিক রায় ও সায়ন্তন কুশারী৷ বিজয়ী দলকে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়৷ বিজেতা দল পেয়েছে ৮০ হাজার টাকা আর্থিক পুরস্কার৷ ডাবলস ফাইনালে অরুণ বাপাত ও স্বর্ণেন্দু ব্যানার্জি সেরা হয়েছেন৷ দ্বিতীয় স্থানে আছেন তাপস দাশগুপ্ত ও এস কে মণ্ডল৷ সুমিত মুখার্জি, সায়ন্তন কুশারী ও সাগ্নিক রায় রেলওয়ে দলের হয়ে অংশ নিয়ে এবারে জাতীয় ব্রিজ চ্যাম্পিয়ন প্রতিযাগিতায় চ্যাম্পিয়ন হন৷ ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিভাস টোডি ও সহসভাপতি মনিকা যাজু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন৷