• facebook
  • twitter
Monday, 23 December, 2024

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ

বাংলার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন শুভজিৎ। ২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লার অধীনে বিজয় হজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে।

বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। শনিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বাড়িতে। বয়স হয়েছিল ৪০ বছর।

কোনও শারীরিক অসুস্থতা ছিল না। নিয়মিত খেলার মধ্যেই ছিলেন। বাংলার। সোনারপুরের নোয়াপাড়ার বাসিন্দা শুভজিৎ ক্রিকেট মহলে পরিচিত ছিলেন ‘ঘোড়া’ নামে। সোমবার সকালে প্রাতরাশ সেরে আবার ঘুমোতে গিয়েছিলেন। তারপর ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তখন চিকিৎসককে ডাকা হয়। তিনি এসে শুভজিৎকে মৃত বলে ঘোষণা করেন। ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।

বাংলার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন শুভজিৎ। ২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লার অধীনে বিজয় হজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে। শুভজিৎ ৩৩ রান করেছিলেন। একই বছরের ডিসেম্বর মাসে রঞ্জি ট্রফিতেও অভিষেক হয় শুভজিতের। ইউসুফ পাঠান, মুনাফ পটেলের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া বরোদার বিরুদ্ধে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৪৪ রান।

তিনি বাংলার হয়ে তিনটি রঞ্জি ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক ছিলেন। স্থানীয় ক্রিকেটে প্রণব নন্দীর ছাত্র ছিলেন। ক্লাব ক্রিকেটে প্রচুর রান করেছেন। শুভজিত ইষ্টবেঙ্গল ক্লাবের অধিনায়কও ছিলেন। শুভজিতের প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে কলকাতা ময়দানে শোকের ছায়া নেমে আসে। ইস্টেবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয়।