ভারতে খেলবে বার্সা ও রিয়ালের প্রাক্তন তারকা ফুটবলাররা

ফাইল চিত্র

এই প্রথম ভারতের মাটিতে এল-ক্লাসিকো খেলা হতে চলেছে। খেলবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকারা। লুইস ফিগো, রিভালদো, ফার্নান্দো মোরিয়ান্তেসের মতো প্রাক্তন ফুটবল তারকাদের খেলা দেখতে পাওয়া যাবে। আগামী ৬ এপ্রিল বিশ্ব ফুটবলের তারকা ফুটবলারদের খেলা দেখার জন্য অবশ্যই ফুটবলপ্রেমীরা উন্মুখ হয়ে থাকবেন। অতীতে এই তারকাদের খেলা দেখার জন্য সারা বিশ্ব অপেক্ষায় থাকত। খেলাটি হবে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।

এই খেলাকে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুধু তারকা ফুটবলার নয়, দেশের বেশকিছু প্রাক্তনীরাও এই খেলায় অংশ নেবেন। লা লিগার খেলায় যে উত্তেজনা দেখতে পাওয়া যায়, এই দুই দলের খেলাকে ঘিরে সেইভাবেই প্রাক্তনদের খেলা দেখার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। তবে এর আগে বার্সেলোনার তারকারা ২০১৮ সালে ভারতে এসেছিলেন এবং মোহনবাগানের বিরুদ্ধে তাঁরা খেলেছিলেন।

কিন্তু রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার ভারতের মাটিতে আগে আসেননি। সেই কারণেই রিয়াল মাদ্রিদের নামি খেলোয়াড়দের তালিকায় কারা থাকবেন, অবশ্য এখনও জানা যায়নি। ম্যাচের টিকিট কবে থেকে দেওয়া হবে, তার ঘোষণা না হলেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন টিকিট সংগ্রহ করার জন্য। তাই আশা করা যাচ্ছে, যেদিনই টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে, সেদিনই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।