করােনার দাপট এখনও পুরােপুরি কমে যায়নি। সে কথা মাথায় রেখে অতিরিক্ত কোনও ঝুঁকি নিতে চাইছে না জাপান সরকার। টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকে আয়ােজনের ক্ষেত্রে কোনও বিদেশি সমর্থকদের দেশে প্রবেশ নিষেধ করে দিল জাপান সরকার। এমন কথাই জানা গিয়েছে।
মঙ্গলবার ২৩ জুলাই থেকে ৮ আগস্ট অলিম্পিকের আসর বসবে এবং ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারালিম্পিকের আসর। তবে করােনা ভীতির জন্য এবারে তাদের শহরে এতােবড় প্রতিযােগিতার আসর বসুক তা এখানকার মানুষ চাইছিল না।
কারণ বিদেশ থেকে লােক আসায় করােনার আক্রমণ পুনরায় বাড়তে পারে। সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে জাপান প্রকার সিদ্ধান্ত নিয়েছে কোনও বিদেশি সমর্থক প্রবেশ করতে পারবে না।