• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

সমর্থকদের সঙ্গে ফুটবলারদের মারামারি

নিউইয়র্ক:  সমর্থকদের সঙ্গে ফুটবলারদের মারামারি আন্তর্জাতিক ফুটবলারদের সেইভাবে খুব একটা দেখা যায় না৷ ফুটবলারদের সঙ্গে সমর্থকদের মারামারি বা হাতাহাতি হচ্ছে৷ আসলে এই ধরনের মেগা প্রতিযোগিতায় ফুটবলারদের জন্য নিরাপত্তা বেশ জোরালো থাকে৷ কিন্ত্ত এইরকম অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার কোপা আমেরিকা ফুটবলে সেমিফাইনাল ম্যাচ কলম্বিয়া ও উরুগুয়ের খেলা শেষ হওয়ার পরে৷ কলম্বিয়া জিততেই তাদের সমর্থকরা

নিউইয়র্ক:  সমর্থকদের সঙ্গে ফুটবলারদের মারামারি আন্তর্জাতিক ফুটবলারদের সেইভাবে খুব একটা দেখা যায় না৷ ফুটবলারদের সঙ্গে সমর্থকদের মারামারি বা হাতাহাতি হচ্ছে৷ আসলে এই ধরনের মেগা প্রতিযোগিতায় ফুটবলারদের জন্য নিরাপত্তা বেশ জোরালো থাকে৷ কিন্ত্ত এইরকম অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার কোপা আমেরিকা ফুটবলে সেমিফাইনাল ম্যাচ কলম্বিয়া ও উরুগুয়ের খেলা শেষ হওয়ার পরে৷ কলম্বিয়া জিততেই তাদের সমর্থকরা উরুগুয়ের খেলোয়াড়দের উদ্দেশে গ্যালারি থেকে টুপি ও ক্যান ছুঁড়ে মারছিলেন৷ এর ফলে উরুগুয়ের ফুটবলার ডারউইন নু্যনেজ উত্তেজিত হয়ে পড়েন৷ তিনি সরাসরি গ্যালারিতে উঠে এক সমর্থককে ঘুষি মারেন৷ তখনই এই অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া যায়৷ ক্রমেই তা বড় আকার ধারণ করে৷ নূ্যনেজের সঙ্গে গ্যালারিতে উঠে এসেছিলেন হোসে মারিয়া গিমিনেজ ও রোনাল্ড আরাউজো৷ অবশ্য এই দুই ফুটবলার কোনও সমর্থকের গায়ে হাত তোলেননি৷ তাঁরা চেষ্টা করেছিলেন, ওই গণ্ডগোল থামাতে৷ সেই সময় পুলিশকর্মীরাও গ্যালারিতে উঠে আসেন৷

পুলিশ ফুটবলারদের গ্যালারি থেকে নামিয়ে নিয়ে আসেন৷ অবশ্য এই ঘটনা যখন ঘটছিল, সেই সময় পুলিশের দেখা মেলেনি৷ কলম্বিয়ার সমর্থকরা এদিন অনেক বেশি সংখ্যায় মাঠে উপস্থিত ছিলেন৷ তাঁদের দেশ জিতলেই নানারকম কটূক্তি করে খেলোয়াড় ও পরিবারের লোকদেরও উত্তেজিত করে৷ উরুগুয়ের অধিনায়ক গিমিনেজ বলেন, এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়৷ সেই সময় কোনও পুলিশ ছিল না৷ এটা অত্যন্ত হতাশাজনক৷ এই অবস্থা কখনওই আমরা চাই না৷ পরিবারের লোকদের যাতে কোনওরকম ক্ষতি না হয়, তার জন্য আমরা নিজেরাই তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম৷ আশা করব, বাড়তি সুরক্ষা থাকবে ফাইনাল ম্যাচের খেলার দিন৷