প্যারিস অলিম্পিক্স ভিলেজ থেকে ভারতের পয়লা নম্বর কুস্তিগির ভিনেশ ফোগত ছেড়ে এলেও এখনও পর্যন্ত তিনি দেশে ফেরেননি। যা খবর, আগামী শনিবার তিনি দেশের মাটিতে পা রাখবেন। আগেই সবার জানা আছে, ৫০ কেজি কুস্তি ইভেন্টে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ফাইনালে উঠলেও তিনি বাতিল হয়ে যান। তারপর থেকেই সমালোচনার ঝড় উঠতে থাকে ভিনেশকে নিয়ে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশের ব্যাপারে তদন্ত চলছে। এখনও পর্যন্ত তার রায় বের হয়নি। সব নিয়ম নেমে ফাইনালে উঠে তিনি রুপোর পদক নিশ্চিত করেছিলেন। তাই তাঁর দাবি ছিল তাঁকে অন্তত সেই পদক দেওয়া হোক। গত শুক্রবার শুনানির পর এখনও রায়দান করেনি সিএএস। মঙ্গলবার তৃতীয় বারের জন্য রায়দান পিছিয়ে গিয়েছে।
১৬ অগস্ট শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ রায় ঘোষণার কথা জানিয়েছে সিএএস। তার পরের দিন ভিনেশ ভারতে ফিরবেন বলে জানিয়েছেন আর এক কুস্তিগির বজরং পুনিয়া। বুধবার বজরং জানিয়েছেন, ‘১৭ অগস্ট সকাল ১০টা প্যারিস থেকে দিল্লি ফিরবে ভিনেশ। ও এখন অনেকটা ভাল রয়েছে। সোমবার থেকে স্বাভাবিক খাওয়াদাওয়া করছে।’
বিনেশ রুপোর পদক পাওয়ার ব্যাপারে আশাবাদী। যদিও জাপানের কুস্তিগির হিগুচি মনে করেন, ভিনেশের পদক পাওয়া উচিত নয়। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও কুস্তির বর্তমান নিয়মের জন্য ভিনেশের দাবি সমর্থন করতে পারছি না। প্রতিযোগিতার দ্বিতীয় দিন ওজন মাপার নিয়ম সমর্থন করি না। কিন্তু আমরা সকলে নিয়ম জেনেই খেলতে নামি। নিয়ম সকলের জন্য সমান।’