আইপিএল আলাদা একটা নজর আকর্ষণ করে সকল ক্রিকেটপ্রেমির। এই শর্ট ফরম্যাটের খেলা দেখার জন্য দেশবাসী একটা বছর আগ্রহ সহকারে বসে থাকে।
তার মাঝে আন্তর্জাতিক ম্যাচ তো রয়েছে। তবে বেশি আকর্ষণ করে এই আইপিএল প্রতিযোগিতাই।
তবে করোনা কারণে দু’বছর আইপিএলের আসর দেশের মাটিতে বসেনি। তা নিয়ে দেশবাসীর মনে আক্ষেপ রয়েছে।
তবে করোনা যেহেতু এখনও পুরোপুরি মুক্ত হয়ে যায়নি, কিন্তু অল্প কিছুটা কমায় মহারাষ্ট্র সরকার ও বিসিসিআইয়ের পরিকল্পনা অনুযায়ী করোনার নিয়ম বজায় রেখেই পঁচিশ শতাংশ সমর্থক নিয়ে এবারের আইপিএলে ম্যাচ আয়োজনের কথা বলেন।
কিন্তু, করোনার জন্য এবারে আইপিএল হচ্ছে মুম্বই ও পুণেতে।
কারণ করোনার কথা মাথায় রেখে খেলোয়াড়রা যাতে এদিক ওদিক ভ্রমণ না করতে পারে একই জায়গায় থাকতে পারে সেটার জন্য এই ভাবনা ভাবা হয়েছে।
তবে শুক্রবার আইপিএলের টিকিট বিক্রেতাকারী পার্টনার বুক মাই শো’র পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে দর্শকের সংখ্যা বাড়ানো উচিত।
পঁচিশ শতাংশ থেকে সেটা পঞ্চাশ শতাংশ করা উচিত। সব দিকটা চিন্তা ভাবনা করেই এই দিকটা লক্ষ্য করা উচিত।
আমরা মনে করছি আগামি কয়েকদিনের মধ্যে থেকে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। তাহলে উভয়পক্ষের লাভ হতে পারে।
কিন্তু আমাদের করোনা পরিস্থিতির কথাটাও মাথায় রাখতে হবে সবদিকটা ভেবেই চিন্তা ভাবনা করতে হবে এই ব্যাপারটা নিয়ে।