• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

ঘরের মাঠে এটিকে মোহনবাগানকে রীতিমতন দুরমুশ করল এফসি নাসাফ

এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের এফসি নাসাফ ৬-০ গোলের ব্যবধানে রীতিমতন হেলায় হারিয়ে দিল ভারতীয় ফুটবল দল এটিকে মোহনবাগানকে।

Eye on AFC Cup inter-zone final, ATKMB take on Uzbekistan's FC Nasaf.

এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের এফসি নাসাফ ৬-০ গোলের ব্যবধানে রীতিমতন হেলায় হারিয়ে দিল ভারতীয় ফুটবল দল এটিকে মোহনবাগানকে। এই খেলার পর হতাশ ভারতীয় ফুটবল প্রেমীরা কারণ খেলার ফলাফলে স্পষ্ট হল ভারতীয় ফুটবল এবং উজবেকিস্তানের ফুটবলের মাঝে পার্থক্য ঠিক কতটা।

এফসি নাফাসের ফুটবল খেলার পদ্ধতি মূলত উইং নির্ভর আর সেটাকে থামানোর জন্য উইং প্লে’কে থামানো প্রয়োজন ছিল,সেটা ভালোই জানতেন আন্তনিও হাবাস।

সে কথা মাথায় রেখেই কার্ল ম্যাকহিউ, শুভাশিস বসু, প্রীতম কোটালদের এই তিন ডিফেন্ডার নিয়ে খেলতে নামেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। কিন্তু এফসি নাফাসের দলের সেই উইং প্লে কার্যত তছনছ করে দিল হাবাসের পরিকল্পনাকে।

যতবার এফসি নাসাফ আক্রমণ করেছে ততবার এটিকে মোহনবাগানের ডিফেন্সকে মূলত দুরমুশ করে দিয়েছে। তারই ফল প্রথমার্ধে ৫ গোল হজম যার ভেতর প্রীতম কোটালের একটি আত্মঘাতী গোলও রয়েছে এবং দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করেছে এটিকে মোহনবাগান।