• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

সিনিয়র জাতীয় ফুটবলে বাংলার মেয়েদের বিদায়

নিজস্ব প্রতিনিধি— ঘরের মাঠে হেরে গিয়ে ২৮তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল বাংলাকে৷ গ্রুপ পর্বের খেলায় যেভাবে বাংলা দাপট দেখিয়েছিল, সেই খেলা খেলতে পারল না সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে৷ সেমিফাইনাল ম্যাচে বাংলা মুখোমুখি হয়েছিল হরিয়ানার সঙ্গে৷ সেই অর্থে হরিয়ানা দুরন্ত ফর্মে ছিল, তা বলা যাবে না৷ বরঞ্চ বাংলা অনেক বেশি

নিজস্ব প্রতিনিধি— ঘরের মাঠে হেরে গিয়ে ২৮তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল বাংলাকে৷ গ্রুপ পর্বের খেলায় যেভাবে বাংলা দাপট দেখিয়েছিল, সেই খেলা খেলতে পারল না সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে৷ সেমিফাইনাল ম্যাচে বাংলা মুখোমুখি হয়েছিল হরিয়ানার সঙ্গে৷ সেই অর্থে হরিয়ানা দুরন্ত ফর্মে ছিল, তা বলা যাবে না৷ বরঞ্চ বাংলা অনেক বেশি দাপট দেখিয়ে হরিয়ানার বিরুদ্ধে লড়াই করেছিল৷ নির্দিষ্ট সময়ে কোনও পক্ষই গোল করতে পারেনি৷ তবে বাংলার মেয়েরা সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন৷ শেষ পর্যন্ত খেলার ফয়সালা হয় টাইব্রেকারে৷ কিন্ত্ত সেখানেও বাংলাকে হার মানতে হয়৷ হরিয়ানা ৪-৩ গোলে বাংলাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল৷

হরিয়ানার হয়ে চারটি গোল করেন নেহা, সাইজা, পূজা ও অনয়বাই৷ বাংলার হয়ে গোলগুলি করেছেন সঙ্গীতা বাঁশফোর, পূনম শর্মা ও মুগলি সারেন৷ অনেকেই আশা করেছিলেন, বাংলার মেয়েরা আবার জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হবেন৷ কিন্ত্ত সেই ভাবনা সার্থক রূপ পেল না৷

এদিকে অন্য সেমিফাইনাল ম্যাচে মণিপুর ২-০ গোলে তামিলনাড়ুকে হারিয়ে দিয়েছে৷ খেলার প্রথমার্ধে তামিলনাড়ু ২-০ গোলে এগিয়ে গিয়েছিল৷ মণিপুরের হয়ে গোল দু’টি করেন শিবানী দেবী ও
বালা দেবী৷