• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

পাকিস্তানের বিদায়

এই টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ড গড়ল পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান কোনও ম্যাচ না জিতেই বিদায় নিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।

প্রতীকী চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আয়োজক দেশ পাকিস্তান এই প্রতিযোগিতা থেকে বিদায় নিল। বৃহস্পতিবার গ্রুপ ‘এ’-তে রাওয়ালপিণিঅডতে খেলা ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে। বৃষ্টি কারণে আম্পায়াররা এই ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান ও বাংলাদেশ এক পয়েন্ট করে পেয়েছে। দুই দল তিন ম্যাচে একটি করে পয়েন্ট পায়।

তবে রান রেটে পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে থাকায় লিগ টেবলে তৃতীয় স্থান পায়। এই টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ড গড়ল পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান কোনও ম্যাচ না জিতেই বিদায় নিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এখানে উল্লেখ করা যেতে পারে গত মঙ্গলবার রাওয়াল পিণ্ডিতে বৃষ্টিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।