• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য দলে যােগ দিলেন প্রসিদ্ধ কৃষ্ণান

ইংল্যান্ডের পিচ সবসময়ই পেসারদের সহায়ক।তাই পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে ক্রমাগত পেসারদের খেলা চালিয়ে যেতে হয়।পেসারদের সামনে রেখেই পরিকল্পনা ঠিক করতে হয়।

প্রসিদ্ধ কৃষ্ণান (Photo: IANS)

ইংল্যান্ডের পিচ সবসময়ই পেসারদের সহায়ক। তাই পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে ক্রমাগত পেসারদের খেলা চালিয়ে যেতে হয়। এবং পেসারদের সামনে রেখেই পরিকল্পনা ঠিক করতে হয়।

কিন্তু পেসারদের উপর একটা বাড়তি চাপ বেড়ে যায় । সেই কথা মাথায় রেখে ভারতীয় দলে ডাকা হল কর্ণাটকের পেস বােলার প্রসিদ্ধ কৃষাকে। স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে দলে থাকলেও, এবারে দলে ঢুকে পড়লেন কৃষ্ণান।

তবে এখনই তিনি প্রথম একাদশে জায়গা পাচ্ছেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, সিরাজের উপর বাড়তি চাপ পড়ে যাচ্ছে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ একটি বিজ্ঞপ্তিতে বলেন, সিনিয়র জাতীয় নির্বাচক কমিটি টিম ম্যানেজমেন্টের কাছে অনুরােধ করেছে পেস বােলার প্রসিদ্ধ কৃষ্ণানকে দলে অন্তর্ভুক্ত করার জন্য। কারণ বাকি বােলারদের উপর চাপ যাতে কমানাে যায় সেই কথাটা মাথায় রেখেই।

চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলটি হল : রােহিত শর্মা, লােকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, মহম্মদ সামি, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, অভিমুন্য ঈশ্বরন, পৃথ্বি শ, সূৰ্য্যকুমার যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণান।