আবারও বিতর্কের তীর আছড়ে পড়ল সারা ভারত ফুটবল সংস্থার সবাপতি কল্যাণ চৌবের দিকে। এবারে লিখিত অভিযোগ আনলেন ফেডারেশনের প্রাক্তন সচিব শাজি প্রভাকরণ। তিনি বলেছেন, সভাপতি কল্যাণ চৌবে বেশ কিছু অনৈতিক কাজকর্ম করেছেন। যার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে ফেডারেশনের। এই লিখিত অভিযোগের চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনের এথিক্যাল কমিটির কাছে। অবশ্য প্রাক্তন সচিব শাজি আগেই বলেছিলেন, সভাপতির কাছের ও পছন্দের লোকদের নিয়োগ করা হয়েছে।
আরও বলা হয়েছে, ফিফার অনুমতি না নিয়েই এঁদের বিভিন্ন কাজে তাঁদের নাম ব্যবহার করা হয়েছে। তবে এই ব্যাপারে কোনও কথা বলতে চাননি কল্যাণ চৌবে। কল্যাণ চৌবের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছেন শাজি। তার মধ্যে স্বার্থের সংঘাত, আর্থিক ক্ষতি, সংস্থার সম্মানহানি, রাজনৈতিক কাজে প্রভাব খাটানো এবং রাজনৈতিক জীবনে ফেডারেশনের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
এদিকে প্রাক্তন সচিব সাজি জানিয়েছেন, এক বছরের বেশি সময় অপেক্ষা করেছি। কোনও উত্তর না পেয়ে এবারে সংস্থার এথিক্যাল কমিটির কাছে লিখিত অভিযোগ করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। এবার ফেডারেশনের উচিত তদন্ত করে আসল সত্যতা প্রকাশ্যে আনতে হবে। যদি অন্যথায় হয়, সেক্ষেত্রে এশিয়ান ফুটবল সংস্থা ও ফিফাকে জানাতে বাধ্য হবেন, তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন সচিব শাজি প্রভাকরণ।