চোটের জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদের তালিকায় রাখা হল শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলাে ম্যাথিউজকে। তবে তার চোট কতটা তাড়াতাড়ি সেরে যায় তারদিকে নজর রাখা হবে।
কারণ ইংল্যান্ডের ব্ৰুিদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য তাকে দলে রাখা হলেও হতে পারে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে বাইশ জনের দল ঘােষণা করা হয়।
সেই দলে অ্যাঞ্জেলাে ম্যাথিউজকে রাখা হয়েছে। দিমুথ করুণারত্নে নেতৃত্বে গত বছর প্রােটিয়াসদের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিল শ্রীলঙ্কা। এবারও সেই স্বপ্ন দেখতে শুরু করেছে লঙ্কার ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা দল শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য উড়ে যাবে। প্রথম টেস্ট খেলা হবে পিটোরিয়ায় এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে জোহানেসবার্গে ৩ জানুয়ারি। এবং দেশে ফিরে এসে ১৪ জানুয়ারি থেকে ঘরের মাঠে আরাে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে নামবে ইংল্যান্ডে বিরুদ্ধে।