• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

অস্ট্রেলিয়া সিরিজে ভারত হারলেও বুমরাই সবার সেরা

‌অস্ট্রেলিয়ায় ভারত ভাল খেলতে না পারলেও প্রশংসা কুড়িয়েছেন বুমরা। পাঁচটি টেস্টে ১৩.০৬ গড়ে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। বর্ডার-গাভাসকার সিরিজে কোনও বোলার এত উইকেট পাননি, যা বুমরা দেখিয়ে দিয়েছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অধিনায়কের ব্যাটনটা হাতে নিয়ে অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরা। এই জয়ের ফলে ভারতীয় দলের প্রতি অনেকেরই আস্থা বেড়ে গিয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হল, ভারতের ব্যাটসম্যানরা যা করে দেখাতে পারেননি, সেই জায়গায় বল হাতে জাদু দেখিয়ে অস্ট্রেলিয়া সফরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সোনার অক্ষরে নাম লিখিয়েছেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া সফরে ভারত সিরিজ হারলেও ডিসেম্বর মাসে সেরা ক্রিকেটার হয়েছেন ভারতের যশপ্রীত বুমরা। আইসিসি এই সম্মান দিয়েছে। পাশাপাশি মেয়েদের ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।

‌অস্ট্রেলিয়ায় ভারত ভাল খেলতে না পারলেও প্রশংসা কুড়িয়েছেন বুমরা। পাঁচটি টেস্টে ১৩.০৬ গড়ে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। বর্ডার-গাভাসকার সিরিজে কোনও বোলার এত উইকেট পাননি, যা বুমরা দেখিয়ে দিয়েছেন। এটি সর্বাধিক উইকেট নেওয়ার নজির। তিনটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরা। ভারত সিরিজ় হারলেও সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন বুমরা। এ বার আরও একটি শিরোপা পেলেন তিনি।

ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন বুমরা, প্যাট কামিন্স ও ডেন প্যাটারসন। বিশ্ব জুড়ে ক্রিকেটপ্রেমী, আইসিসির বিশেষজ্ঞ কমিটি, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। তিনি সবাইকে পিছনে ফেলে দিয়ে শিরোনামে জায়গা করে নিয়েছেন। মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পরে বুমরা বলেন, ‘ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে খুব আনন্দ হচ্ছে। পরিশ্রমের দাম পেলে সকলের ভাল লাগে। বর্ডার-গাভাসকর ট্রফি সবচেয়ে কঠিন দ্বিপাক্ষিক প্রতিযোগিতা। প্রতিটি মুহূর্তে লড়াই চলে। এমন একটা ট্রফিতে দেশের হয়ে ভাল খেলতে পেরে আমি গর্ব অনুভব করছি।’