পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের ১৭ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। দলের অধিনায়ক থাকছেন বেনস স্টোকস। অবশ্য চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেনস স্টোকস খেলতে পারেননি। এই সিরিজ শুরু হচ্ছে অক্টোবর মাসে। ইংল্যান্ড পাকিস্তানে খেলতে যাবে। ইংল্যান্ড দলে আবার ফিরলেন নির্ভরযোগ্য স্পিনার জ্যাক লিচ। তিনিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারেননি চোটের কারণে। ভারতের বিরুদ্ধে খেলতে হায়দরাবাদে লিচ চোট পেয়েছিলেন। তারপর থেকে তিনি আর মাঠে নামতে পারেননি। দীর্ঘ বিশ্রামের পরে তিনি আবার দলে ফিরলেন।
ইংল্যান্ড দলের ১৭ জনের নামের তালিকায় সাতজন রয়েছেন দ্রুতগামী বোলার। সেই সঙ্গে দলে রাখা হয়েছে চারজন স্পিনারকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় বাঁহাতি দ্রুতগামী বোলার জস হালকে। তিনিও এই দলে রয়েছেন। ৬ ফুট ৭ ইঞ্চির পেসার জস হালকে অভিষেক ম্যাচে তিনটি উইকেট পেয়েছিলেন এবং ব্যাট হাতে করেছেন ৯ রান। দলে ফেরানো হয়েছে ওপেনার জ্যাক ক্রলিকেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে গিয়ে গত জুলাই মাসে তাঁর চোট লাগে। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের আঙুলে চোট লেগেছিল। বর্তমানে তিনি সুস্থ। তাই নির্বাচকরা তাঁকে দলে ফেরাতে কোনও দ্বিধা প্রকাশ করেননি। এখানে উল্লেখ করা যেতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ইংল্যান্ড ভালো রান করেছে। সেই দলে জ্যাক ক্রলিকেও দেখা গিয়েছে দাপটের সঙ্গে ব্যাট করতে। তিনি পাঁচ ম্যাচে ৫৫৫ রান করেছেন। রয়েছে দ্বিশতরানও।
৭ অক্টোবর থেকে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। দ্বিতীয় টেস্ট হবে ১৫ অক্টোবর থেকে। তৃতীয় টেস্ট হবে ২৪ অক্টোবর থেকে। তবে পাকিস্তানের কোন মাঠে খেলাগুলি হবে, তা এখনও জানানো হয়নি। ইংল্যান্ড দলে রয়েছেন— বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গুস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডন কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জস হাল, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, অলি স্টোন এবং ক্রিস ওকস।