• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ওয়াংখেডে়তে খেলা শেষে ম্যাচ সেরা বুমরাকে জডি়য়ে ধরলেন ব্যর্থ সিরাজ

মুম্বই– খেলা শেষে ডাগ আউটের চেহারা বলে দেবে মুম্বই ইন্ডিয়ান্স আবার হেরেছে কিনা! প্রথম তিন ম্যাচ হারার পর মুম্বই ইন্ডিয়ান্স জেতে৷ সেই দল আবার হারাাল আরসিবি-কে৷ তবে এই জয় দলকে কতটা আত্মবিশ্বাসী করে তুলল, তা বোর্ড দেখলে সহজে বোঝা যাবে৷ তারপর তো ডাগ আউটের ছবির কথা৷ সকলেই হাসছেন৷ কে নেই সেখানে! আকাশ আম্বানি, নীতা আম্বানি

মুম্বই– খেলা শেষে ডাগ আউটের চেহারা বলে দেবে মুম্বই ইন্ডিয়ান্স আবার হেরেছে কিনা! প্রথম তিন ম্যাচ হারার পর মুম্বই ইন্ডিয়ান্স জেতে৷ সেই দল আবার হারাাল আরসিবি-কে৷ তবে এই জয় দলকে কতটা আত্মবিশ্বাসী করে তুলল, তা বোর্ড দেখলে সহজে বোঝা যাবে৷ তারপর তো ডাগ আউটের ছবির কথা৷ সকলেই হাসছেন৷ কে নেই সেখানে! আকাশ আম্বানি, নীতা আম্বানি থেকে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা৷ একে অপরকে বুকে টেনে নিচ্ছেন৷ এঁদের সঙ্গে গ্যালারির ছবিও বদলে গিয়েছে৷ এতদিন হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাঁরা খুব আওয়াজ তুলছিলেন, তাঁরা অনেকেই শান্ত হয়ে গিয়েছেন৷ এর জন্য বিরাট কোহলির অবদান অনস্বীকার্য৷ বৃহস্পতিবার যখন গ্যালারি থেকে আওয়াজ উঠছিল, তখন বিরাট হাত জোর করে তাঁদের শান্ত হতে বলেন৷ তিনি জানান, ভুলে যাবেন না হার্দিক শুধু মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, ও ভারতীয় ক্রিকেটের অন্যতম সদস্য৷ তাই আপনারা এ সব করবেন না৷ এ কথা শুনে গ্যালারি অনেকটাই শান্ত হয়ে যায়৷

ম্যাচের পর একে অপরকে জডি়য়ে ধরার মাঝে দেখা গেল বিরাট এগিয়ে এসে হার্দিককে বুকে টেনে নিয়েছেন৷ সেটা শুধু ছবিতে দেখাবার জন্য নয়৷ অনেকক্ষণ তাঁরা জডি়য়ে থাকলেন. এটা কি গ্যালারিকে বোঝাবার জন্য! জানা নেই৷

তবে একটা ভাল মুহূর্তের ছবি দেখতে পাওয়া গেল৷ তারপর আসল ছবি সামনে এল৷ ম্যাচের সেরা জসপ্রীত বুমরার কাছে এসে মহম্মদ সিরাজ মাথা নিচু করে হাত জোর করে প্রনাম করলেন৷ তারপর জডি়য়ে ধরলেন৷ এমনটা হওয়ারই কথা৷ ম্যাচে ২১ রানে পাঁচ উইকেট যেখানে বুমরার পকেটে সেখানে সিরাজ এখনও পর্যন্ত আরসিবি-র হয়ে আইপিএলে কিছু করে দেখাতে পারেননি৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে তিনি দিয়েছেন ৩৭ রান৷ এভাবেই চলছে সিরাজের এবারের আইপিএলে পথ চলা৷ তাই হয়তো বুমরাকে বুকে টেনে নিয়ে জানতে চাইলেন এমন উইকেটে কী করে ভারতের একনম্বর বোলার এভাবে সাফল্য পেতে পারেন৷ কথায় আছে, সব কিছু যখন ভাল যায়, তখন খারাপ কিছু চোখে পডে় না৷ সেটাই এখন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দেখা যাচ্ছে৷ শুধু সিরাজ নন বুমরাকে নিয়ে কথা বলেছেন অনেকদিন পর মাঠে ফিরে আসা সূর্যকুমার যাদব৷ তিনি আরসিবি-র বিরুদ্ধে ১৯ বল খেলে করেছেন ৫২ রান৷ এর মধ্যে ৫টি বাাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি৷ তিনি বলেন, বুমরাকে নিয়ে নতুন করে কী আর বলা যেতে পারে৷ নেটেই ওকে সামলাতে আমাদের হিমশিম খাওয়ার মতো অবস্থা৷ ওর বোলিংয়ের সামনে দাঁড়ালে আমাদের ব্যাট ভেঙ্গে যায়৷ ওর ইয়র্কারে পায়ের আঙ্গুলে চোট লাগে৷ এমন কান্ড নেটে করলে সে ম্যাচে কি করতে পারে তা সহজেই বলে দেওয়া যায়৷ সেটাই হয়েছে আরসিবি ম্যাচে৷

নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে স্কাই বলেছেন, অনেকদিন পর মাঠে নামলেন৷ প্রথম ম্যাচে সুবিধা করতে পারিনি৷ কিন্ত্ত দ্বিতীয় ম্যাচে নিজেকে ফিরে পেয়েছি৷ কোন শটটা খেলে সব থেকে ভাল লেগেছে! পয়েন্টের উপর দিয়ে যে ওভার বাউন্ডারি মেরেছেন, সেটা কি আনন্দ দিয়েছে! সূর্য বলেন, আমার সব শট খেলেই ভাল লেগেছে৷ তবে পয়েন্টের উপর দিয়ে এমন শট আগেও খেলেছি৷ এবারও হল৷ মনে হচ্ছে নিজেক ফিরে পেয়েছি৷ অনেকদিন পর মাঠে নেমে এমন খেলতে পারলে ভাল লাগে৷ সেই অনুভুতি হচ্ছে৷