• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

কোপা দেল রে-র ফাইনালে এল ক্লাসিকো

সেমিফাইনালের দ্বিতীয় লেগের এই খেলায় সব বিভাগেই অ্যাটলেটিকো মাদ্রিদকে টেক্কা দিয়েছে লামিন য়ামালরা। ৫৭ শতাংশ বল পজেশন ছিল তাদের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

লা লিগা ফুটবলে এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল এখন লিগ টেবলের শীর্ষে রয়েছে। তাই বার্সেলোনা স্বপ্ন দেখতে শুরু করেছে ত্রিমুকুট জয়ের। এরই মধ্যে কোপা দেল রে-র ফাইনালে উঠল বার্সেলোনা। ফাইনালে তাদের সামনে রিয়াল মাদ্রিদ। সুতরাং ফাইনালে আরও একটা এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। লিগ চলাকালীনই প্রতিটা এল ক্লাসিকো ফুটবলবিশ্বের নজর কাড়ে, এই দুই মহারথী দলের দ্বৈরথ দেখার জন্য। বলা বাহুল্য, কোপা দেল রে-র ফাইনালে এল ক্লাসিকো টানটান উত্তেজনা তৈরি করবেই, বিশেষত যেখানে চলতি লা লিগার মরসুমে একবারো বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ।

গত বুধবার কোপা দেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় কাতালানরা। প্রথমার্ধের ২৭ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের মুখ দেখে বার্সা। প্রথম লেগের ম্যাচে স্কোরলাইন ছিল ৪-৪। সুতরাং দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা। সেমিফাইনালের দ্বিতীয় লেগের এই খেলায় সব বিভাগেই অ্যাটলেটিকো মাদ্রিদকে টেক্কা দিয়েছে লামিন য়ামালরা। ৫৭ শতাংশ বল পজেশন ছিল তাদের। এই জয়ের ফলে ত্রিমুকুট (ট্রেবেল) জয়ের স্বপ্নে উচ্ছসিত হয়ে রয়েছে বার্সেলোনা শিবির। ম্যাচ জয়ের পর বার্সা কোচ হান্সি ফ্লিক সে কথাই উসকে দিয়েছেন, তিনি বলেছেন, ‘আমাদের আরও মনোযোগী থাকতে হবে। কঠোর পরিশ্রমও করতে হবে। ত্রিমুকুট জয় শক্ত হলেও অসম্ভব কিন্তু নয়।’

২৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বার্সেলোনা অবশ্যই চাইবে এবারের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১১ বছর আগের প্রতিশোধ তুলতে, কারণ ২০১৪ সালের এই কোপা দেল রে-র ফাইনালেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে খেতাব জিতেছিল রিয়াল মাদ্রিদ।

News Hub