দলে নেই শামি, হতাশ ইডেন

ফাইল চিত্র

ভারতীয় দলে বাংলার বোলার মহম্মদ শামির নাম থাকলেও শেষ পর্যন্ত ইডেন উদ্যানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে মহম্মদ শামির নাম নেই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শামির পায়ে যে চোট, তা পুরোপুরি নিরাময় হয়নি। দৌড়তে গেলে তাঁর অসুবিধা হচ্ছে। কোচ গৌতম গম্ভীর সহ অধিনায়ক সূর্যকুমার যাদব আলোচনা করেন বোলার কোচের সঙ্গে। কোচের কথা মতো শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়, শামিকে এই মুহূর্তে দলে রাখা সম্ভব হবে না। তাঁর বিশ্রামের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, রিহ্যাবে গিয়ে শামিকে তৈরি হতে হবে। স্বাভাবিকভাবে ভারতীয় দলে শামিকে দেখতে না পাওয়ায় হতাশ ইডেনের দর্শকরা। তবে শামি আশা করেছিলেন, এই খেলায় তিনি ইডেনে বল করতে পারবেন। দলে না থাকায় নিজেও হতাশ শামি।

এদিকে ঝুলন গোস্বামী স্ট্যান্ডটি সরকারি ভাবে উদ্বোধন হয়। ঝুলন নিজেও গর্ব অনুভব করছেন সৌরভ গাঙ্গুলির স্ট্যান্ডের পাশে তাঁর নামে স্ট্যান্ডটি দেখতে পাওয়া গেল। তিনি জীবনেও ভাবেননি ইডেন উদ্যানে তাঁর নামে একটি স্ট্যান্ড তৈরি হবে। এদিন খেলা শুরু করেন ঘণ্টা বাজিয়ে ঝুলন গোস্বামী। খেলায় টসে জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। খেলার শুরুতেই ইংল্যান্ডের উইকেটরক্ষক ফিল সল্ট আউট হয়ে যান আর্শদীপ সিংয়ের বলে।