• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

ডার্বির আগে মুম্বইকে হারাতে চায় ইস্টবেঙ্গল

ডিফেন্ডার আনোয়ার আলি ও লালচুংনুঙ্গা দুজনেই চোট পেয়ে বসেছেন। দলের সঙ্গে প্র্যাকটিস করতে পারছেন না। আনোয়ার তো রিহ্যাব করে চলেছেন। ২৪ ঘন্টা আগে শৌ্ভিক রিহ্যাব করে উঠে গিয়েছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ডার্বি ম্যাচের আগেই ইস্টবেঙ্গল শিবিরে একটাই লক্ষ্য সোমবার মুম্বই এফসিকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখা। ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মুম্বই সিটির। গতম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করেছিল লাল-হলুদ বাহিনি। তাই এবার ডার্বির আগে মুম্বইকে হারাতে মরিয়া ইস্টবেঙ্গল। টিম ম্যানেজমেন্ট মনে করছে, মুম্বইকে না হারাতে পারলে দলের আত্মবিশ্বাসে চিড় ধরবে। যার প্রভাব গিয়ে পড়তে পারে দলের খেলায়।

এবার ক্লাব কর্তারা থেকে শুরু করে সমর্থকরা দারুন আশাবাদী। সকলের ধারণা, মোহনবাগানকে এবার ভালভাবে চ্যালেঞ্জ ছেঁাড়া সম্ভব হবে। কিন্তু তার আগে দল আপাতত মিনি হাসপাতালে রূপান্তরিত হয়েছে। ডিফেন্ডার আনোয়ার আলি ও লালচুংনুঙ্গা দুজনেই চোট পেয়ে বসেছেন। দলের সঙ্গে প্র্যাকটিস করতে পারছেন না। আনোয়ার তো রিহ্যাব করে চলেছেন। ২৪ ঘন্টা আগে শৌ্ভিক রিহ্যাব করে উঠে গিয়েছিলেন। ইতিমধ্যেই অবশ্য দলের সঙ্গে রিহ্যাব করে টিম মিটিং সারলেন। লালচুংনুঙ্গা তো আনোয়ারের মতো রিহ্যাব করে মাঠ ছেড়ে উঠে গেলেন। তাই ইস্টবেঙ্গলের পক্ষে মনে হয় না আইএসএলের প্রথম ছয়ে খেলার কাজটা সহজ হবে।

তবে মাঠ ছাড়ার আগে শৌভিক বলে গেলেন, বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। এখন দেখা যাক কী হয়। কোচ অস্কার ব্রুজো মনে হয়না মুম্বই ম্যাচে শৌভিককে নামনোর ঝুঁকি নেবেন। তিনিও জানেন, ডার্বি খেলা আলাদা একটা জেদ থাকে। সেই জায়গা থেকে বলতে পারা যায় ডার্বি বলতে দুই দলের কাছে স্নায়ুর যুদ্ধ। তাই লালচুংনুঙ্গা ও আনোয়ার আলি মনে হয় মুম্বই ম্যাচে খেলবেন। এদিকে নতুন বিদেশি সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। আগামী সপ্তাহে ক্লাবের সঙ্গে ইমামি গ্রুপের মিটিং রয়েছে। সেই মিটিংয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। তবে ঠিক হয়ে গিয়েছে পিভি বিষ্ণুকে কোনওভাবে ছাড়া হবে না। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের দুজনকে নিতে চলেছে লাল-হলুদ শিবির।