আগেই মানবিক ইস্টবেঙ্গল ক্লাবকে দেখা গিয়েছিল। করােনার আবহে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে। এবারে আরো একবার নিজেদের মানবিক দিকটা সকলের সামনে তুলে ধরল ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা।
ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। আর তাই এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে আগাম পঞ্চাশ লাখ টাকা দিতে চায় ইস্টবেঙ্গল।
রবিবার ক্লাবের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। ক্লাব সচিব কল্যাণ মজুমদার বলেন, ইয়াস রাজ্যে আছড়ে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হবে, সেই কথা মাথায় রেখেই পরিস্থিতি মােকাবিলা করার জন্য আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে এই অর্থ তুলে দিতে চাই।