• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ডার্বি জয়ের পরে ইস্টবেঙ্গল আটকে গেল কাস্টমসের কাছে

নিজস্ব প্রতিনিধি: সেই পুরনো ছবি দেখা গেল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায়৷ ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে জেতার পরেই যেভাবে বিপক্ষে লড়াই করতে নেমেছে তাদের কাছে অনেকবারই পয়েন্ট হারিয়েছে৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে কোচ বিনো জর্জের লাল-হলুদ খেলোয়াড়রা মুখোমুখি হয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস দলের বিরুদ্ধে৷ এই খেলায় ইস্টবেঙ্গল কোনও গোল করতে পারল না

নিজস্ব প্রতিনিধি: সেই পুরনো ছবি দেখা গেল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায়৷ ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে জেতার পরেই যেভাবে বিপক্ষে লড়াই করতে নেমেছে তাদের কাছে অনেকবারই পয়েন্ট হারিয়েছে৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে কোচ বিনো জর্জের লাল-হলুদ খেলোয়াড়রা মুখোমুখি হয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস দলের বিরুদ্ধে৷ এই খেলায় ইস্টবেঙ্গল কোনও গোল করতে পারল না কাস্টমসের বিরুদ্ধে৷ এবং কাস্টমসও কোনও গোল করতে পারল না৷ অর্থাৎ গোলশূন্যভাবে খেলা শেষ হল৷ আসলে ইস্টবেঙ্গলের সমর্থকরা আশা করেছিলেন, ডার্বি ম্যাচের পরে বিরাট আত্মবিশ্বাস নিয়ে কাস্টমসের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে৷ কিন্ত্ত সেই জায়গায় সমর্থকরা হতাশ হলেন৷ আটকে গেল ইস্টবেঙ্গল কাস্টমসের কাছে৷ তবে, এদিনের ইস্টবেঙ্গলের প্রথম একাদশের প্রথম পর্বের অনেককেই দেখা যায়নি৷ ডার্বি ম্যাচের মতো সায়ন বন্দ্যোপাধ্যায়কে এদিনও পরে নামানো হয়েছিল৷ জাস্টিন বড় ম্যাচে গোল করে ইস্টবেঙ্গলকে জয়ের মুখ দেখিয়েছিল৷ তবে দু’বার হলুদ কার্ড (লাল কার্ড) দেখায় মাঠ ছেড়ে চলে যেতে হয়৷ আর এদিন জাস্টিনের খেলায় কোনও প্রশ্নই ওঠে না৷ এমনকি খেলানো হয়নি অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদারকেও৷ আর কাস্টমসের বিরুদ্ধে গোলরক্ষা করতে ইস্টবেঙ্গলের হয়ে নেমেছিলেন আদিত্য পাত্র৷

কাস্টমসের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলার শুরু থেকেই আক্রমণে দানা বাঁধার চেষ্টা করলেও সেইভাবে চাপ সৃষ্টি করতে পারেনি বিপক্ষ দলের বিরুদ্ধে৷ ইস্টবেঙ্গল তিনটি গোলমুখি শট নিলেও সেই শটে গোল হওয়ার মতো কোনও জায়গা ছিল না৷ যখন খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা তখন কোচ বিনো জর্জ কিছু খেলোয়াড় পরিবর্তন করেন৷ সায়নের সঙ্গে আরেক অভিজ্ঞ ফুটবলার হীরা মণ্ডলকে মাঠে নামানো হয়৷ হীরা মাঠে নেমে একটা গোলের সুযোগ পেয়েছিলেন৷ কিন্ত্ত সেই সুযোগ থেকে ইস্টবেঙ্গল গোল পায়নি৷ দেখা যায় পাল্টা আক্রমণ শানিয়ে কাস্টমসও ইস্টবেঙ্গলের রক্ষণভাগে হানা দিতে চেষ্টা করে৷ তারাও একটি গোলমুখী শট নিলে লাল-হলুদের গোলরক্ষক অত্যন্ত সতর্ক ছিলেন৷ যার ফলে সেই চেষ্টা ব্যর্থ হয়৷ বক্সের বাইরে একটি ফ্রিকিক পেয়েছিল কাস্টমস৷ রবি হাঁসদা ফ্রিকিক থেকে কোনও বিপদ ডেকে আনতে পারেননি৷ শেষ পর্যন্ত খেলা গোলশূন্যভাবে শেষ হয়৷ ইস্টবেঙ্গলের মনতোষ চাকলাদার মাঝেমধ্যেই চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও সতীর্থ ফুটবলাররা সেইভাবে জায়গা নিতে না পারায় গোলের মুখ খুলতে পারেননি৷ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল চারটি ম্যাচ খেলেছে৷ প্রথম তিনটি ম্যাচে জয় পেলেও চতুর্থ ম্যাচে কাস্টমসের কাছে আটকে যেতে হয়েছে৷