কলকাতা– ইস্টবেঙ্গলের সামনে একাধিক ট্রফি জয়ের হাতছানি৷ ক্লাবের দু’টি দল আগামী দিনে খেলতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্ট৷ দু’টি দল মানে সিনিয়র ও জুনিয়র টিম৷ চলতি মরসুমে ইস্টবেঙ্গল বেশ সাড়া ফেলেছে৷ সিনিয়র দলের পাশাপাশি লাল হলুদের জুনিয়র দলও ট্রফি জয়ের দাবিদার হয়ে উঠেছে৷ গতকাল আরএফডিএল-এর ম্যাচে ২-০ গোলে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল৷ যার সুবাদে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা করেছে লাল হলুদ ব্রিগেড৷ গতবার আরএফডিএল-এর সেরা চারটি গোল খেলেছিল নেক্সট জেন কাপে৷ নেক্সট জেন কাপে খেলেছিল চারটি ভারতীয় দল ও চারটি বিদেশি দল৷ ভারতীয় দলের মধ্যে ছিল- মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু, আরএফওয়াইসি ও সুদেভা দিল্লি৷ মোহনবাগান সুপার জায়ান্ট আঞ্চলিক পর্বের বাধা অতিক্রম করলেও জাতীয় স্তরে এসে আটকে গিয়েছে৷
বাগানে শেষ হয়েছে এবারের আরএফডিএল সেমিফাইনাল খেলার আশা৷ ইস্টবেঙ্গলের জুনিয়র দলের দলের সামনে চলে আসতে পারে বিদেশি ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ৷ গতবার ইংল্যান্ডের এভারটন, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, উলভস ও দক্ষিণ আফ্রিকার স্টেলেনবস এফসির যুব দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে৷
ইস্টবেঙ্গলের সিনিয়র দল জিতেছে কলিঙ্গ সুপার কাপ৷ দীর্ঘ দিনের ট্রফি খরা কেটেছে ক্লাবে৷ সেই সঙ্গে এসে গিয়েছে এশিয়ান ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ৷ ফের আন্তর্জাতিক স্তরে খেলতে চলেছে লাল হলুদ ব্রিগেড৷