• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

রেলওয়ে এফসিকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল জয়ের ধারা অব্যাহত রাখল৷ বুধবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিল রেলওয়ে ফুটবল ক্লাবকে৷ খেলার শুরু থেকেই কোচ বিনো জর্জের দল আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখে দেয়৷ যার ফলে রেলওয়ে এফসির মতো শক্তিশালী দল সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি৷ ৬ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ১৬ পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল জয়ের ধারা অব্যাহত রাখল৷ বুধবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিল রেলওয়ে ফুটবল ক্লাবকে৷ খেলার শুরু থেকেই কোচ বিনো জর্জের দল আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখে দেয়৷ যার ফলে রেলওয়ে এফসির মতো শক্তিশালী দল সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি৷ ৬ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ১৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে৷ ভবানীপুর পাঁচটি ম্যাচে ১৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাদের স্থান হয়েছে লিগ টেবলে দ্বিতীয়৷

তবে, পুলিশের সঙ্গে যেভাবে লাল-হলুদ ফুটবলাররা দাপটে খেলেছিলেন, সেই খেলা এদিন দেখতে পাওয়া যায়নি৷ এককথায় বলা যায়, অনেকটাই নিস্প্রভ ছিল খেলার মুহূর্তগুলি৷ চোটের কারণে সায়ন ব্যানার্জি ও পি ভি বিষ্ণুকে বাইরে রেখেই কোচ বিনো জর্জ দল গঠন করেছিলেন৷ তবুও ইস্টবেঙ্গলের জয় আটকাতে পারেনি প্রতিপক্ষ রেলওয়ে এফসি৷ খেলার প্রথম পর্বে ইস্টবেঙ্গলের আক্রমণ বেশি থাকলেও সেইভাবে গোলের মুখে সুযোগ তৈরি করতে পারেনি৷ রেলওয়ে এফসি’র ফুটবলাররা রক্ষণাত্মক ভূমিকা পালন করতে ব্যস্ত ছিলেন৷ খেলার প্রথম পর্বের সংযুক্তির সময় ইস্টবেঙ্গল গোল পায়৷ গোল করেন মহম্মদ মুশারফ৷ মুশারফের কৃতিত্ব থেকেও রেলওয়ে এফসির গোলরক্ষক শুভঙ্কর দত্তের ব্যর্থতাই বড় করে দেখা গিয়েছে৷ শুভঙ্কর যেভাবে গোলটি হজম করলেন, তা না দেখলে বিশ্বাসই হবে না৷

খেলার দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গলের সম্মিলিত আক্রমণের কাছে রেলওয়ে এফসির রক্ষণভাগের খেলোয়াড়রা দারুণ চাপে পড়ে গিয়েছিলেন৷ বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল৷ কিন্ত্ত নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে গোল পাওয়া সম্ভব হয়নি৷ ৬৯ মিনিটে মহম্মদ মুশারফের সেন্টার থেকে দারুণ গোল করেন আদিল আমল৷ আদিলও প্রতিপক্ষ গোলরক্ষককে সামনে টেনি নিয়ে গোল করেন৷ এই গোলটির জন্য দায়ী থাকবেন গোলরক্ষক৷ তবে খেলার শেষ মুহূর্তে একটি দারুণ সেভ করেন রেলওয়ে এফসির গোলরক্ষক৷

অন্য খেলায় সাদার্ন সমিতি ১-০ গোলে হারিয়ে দিল কালীঘাট মিলন সংঘকে৷ জয়সূচক গোলটি করেছেন পরিবর্ত খেলোয়াড় বিবেক সিং৷ এখানে উল্লেখ করা যেতে পারে, সভাপতি অজিত ব্যানার্জির দল হল কালীঘাট মিলন সংঘ আর সহসভাপতি সৌরভ পালের দল সাদার্ন সমিতি৷