এবরের আইএসএল ফুটবলে রেফারির ভুল সিদ্ধান্তে বার বার শিকার হয়েছে ইস্টবেঙ্গল। যার ফলে খেলার ছন্দ হারিয়ে গেছে শুধু তাই নয় জেতা ম্যাচও হাতছাড়া হয়েছে। আবার কোনও কোনও সময় ন্যায্য গোলও বাতিল হয়েছে। গুয়াহাটিতে দ্বিতীয় ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল। সেই পেনাল্টি দিতে অস্বীকার করেছেন রেফারি। কিন্তু দেখা গিয়েছে মোহনবাগানের দুই ফুটবলারের হাতে বল লেগেছিল বক্সের মধ্যেই। ইস্টবেঙ্গলে খেলোয়াড়রা রেফারির কাছে প্রতিবাদ জানিয়েও কোনও উত্তর পাননি। শেষ পর্যন্ত ওই ম্যাচে মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গলকে হারতে হয় ০-১ গোলে। এরপরেই ইস্টবেঙ্গলের কর্মকর্তারা মুখর হয়েছিলেন রেফারির বিরুদ্ধে। এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে বলেই প্রকাশ্যে তাঁরা প্রতিবাদ জানায়।
ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার! অযোগ্য ফেডারেশন! এবার সরাসরি ক্রীড়ামন্ত্রকে নালিশ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ক্লাবের প্রতি অবিচার নিয়ে সরব হলেন ইস্টবেঙ্গলের তিন শীর্ষকর্তা রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায় এবং দেবব্রত সরকার।
ইস্টবেঙ্গলের বক্তব্য, ‘আইএসএল একটা প্রাইভেট লিগ। বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত শীর্ষ লিগ শুধুমাত্র ধনী আর ক্ষমতাশীল বন্ধুদের সুযোগ সুবিধা প্রদান করছে।’ লাল-হলুদ শিবিরের শীর্ষকর্তাদের বক্তব্য, ‘হয়তো আইএসএল কর্তৃপক্ষের মাথায় রয়েছে ওয়ান সিটি ওয়ান টিম পরিকল্পনা। তাই হয়তো ইস্টবেঙ্গলের প্রতি অবিচার হচ্ছে।’ লাল-হলুদ কর্তারা জানিয়েছেন, ফেডারেশনের প্রতি আস্থা নেই তাঁদের। এবার সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে অভিযোগ জানানো হবে। অর্থাৎ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর নজরে আনতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো দাবি করেছেন, একটা দুটো নয়। ইস্টবেঙ্গল নিয়মিত রেফারির খারাপ পারফরমেন্সের শিকার হচ্ছে। পরিসংখ্যানও সে কথা বলছে। চলতি আইএসএলে সবচেয়ে বেশি লাল-কার্ড দেখেছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে ৭টি লালকার্ড আর হলুদ কার্ডের মিছিল ছিল লাল হলুদ শিবিরে। তবে সমর্থকদের সুরে সুর মিলিয়ে ষড়যন্ত্রের তত্ত্বের কথা বললেন ক্লাবের শীর্ষকর্তারা। সাংবাদিক সম্মেলন করে দেবব্রত সরকাররা বলে গেলেন, ‘ইস্টবেঙ্গলের প্রতি অবিচার হচ্ছে। তার প্রতিকার চাই।’
এদিকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভালপমেন্ট যুব ফুটবল লিগে এদিন মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। নৈহাটিতে এই খেলাটি ১-১ গোলে শেষ হয়।