বাংলাদেশে এখন উত্তপ্ত আবহাওয়া। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেভাবে চলছে তাতে উদ্বিগ্ন বাংলার মানুষ। ইতিমধ্যে এর প্রতিবাদ জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানো হয়েছে। অশান্ত বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্যে অনুরোধ করা হয়েছে। সেখানে বাংলার অনেক মানুষ বসবাস করে। তাঁরা এখন বেশ আতঙ্কিত। সেখানে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। অশান্ত বাংলাদেশের প্রশাসকদের কতাছে আবেদন করে সংখ্যালঘুদের উপর থেকে নিপীড়ন বন্ধ করা হোক। এ ব্যাপারে ভারত সরকার বিশেষ পদক্ষেপ নিতে অনুরোধ করা।
ইস্টবেঙ্গলের পরে এবারে মহমেডান স্পোটিং ক্লাব সরব হলো। এই কলকাতায় বাংলাদেশের অনেক তারকা ফুটবলার ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোটিং ক্লাবে খেলে গেছেন। বাংলার ফুটবলপ্রেমীরা ওই ফুটবলারদের আপন জন করে নিয়েছিলেন। এদিকে মহমেডান স্পোটিং উদ্বেগ প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সাদা কলো শিবিরের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এমনকী ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বুধবার মহামেডান স্পোটিং ক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি ডেপুটেশন জমা দিতে যাবেন। কলকাতার দুই প্রধান অশান্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে।
পাশাপাশি এই দুই ক্লাবের সঙ্গেই হিন্দু নিপীড়ণের বিরুদ্ধে সরব মোহনবাগানও। এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে লাল হলুদ সমর্থকরা রাস্তায় নেমেছিলেন। কেষ্টপুর বিক্ষোভে সামিল হয়েছিল। নারী-পুরুষ সহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমিকরা প্রতিবাদে মুখর হয়েছিলেন।
কেষ্টপুরে ওপার বাংলা থেকে অনেকে এসেছেন। সেই ঘটনা যাতে আবার না ঘটে তার অনুরোধ করেছেন লাল হলুদ সমর্থকরা। অনেকের হাতে প্লাকার্ডে লেখা ছিল-শান্তি চাই। তবে এই প্রতিবাদে কোনও রকম শ্লোগান ছিল না। মৌন প্রতিবাদের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে-শান্তি ফিরে আসুক বাংলাদেশে। সমন্বয় অটুট থাকুক।