• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

দ্রাবিড় সতর্ক করলেন রোহিতদের

প্রস্ত্ততি ম্যাচ জিতেও চিন্তিত টিম ইন্ডিয়া নিউইয়র্ক– প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ ১৮৩ রানের লক্ষ্য দিয়ে ৬০ রানে হেলায় ম্যাচ জিতেছেন রোহিতরা৷ কিন্ত্ত তা সত্ত্বেও সন্ত্তষ্ট নন কোচ রাহুল দ্রাবিড়৷ নিজের দল নয়, তাঁর চিন্তা নাসাউ স্টেডিয়ামের পিচ আর মাঠের অবস্থা নিয়ে৷ এই মাঠেই ৫ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের

প্রস্ত্ততি ম্যাচ জিতেও চিন্তিত টিম ইন্ডিয়া

নিউইয়র্ক– প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ ১৮৩ রানের লক্ষ্য দিয়ে ৬০ রানে হেলায় ম্যাচ জিতেছেন রোহিতরা৷ কিন্ত্ত তা সত্ত্বেও সন্ত্তষ্ট নন কোচ রাহুল দ্রাবিড়৷ নিজের দল নয়, তাঁর চিন্তা নাসাউ স্টেডিয়ামের পিচ আর মাঠের অবস্থা নিয়ে৷

এই মাঠেই ৫ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত৷ গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচও খেলতে হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির স্টেডিয়ামে৷ ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহারণের পর আমেরিকার সঙ্গে ম্যাচ হবে এখানে৷ ফলে চোট-আঘাতের সমস্যা ভোগাতে পারে৷ সেটাই ভাবাচ্ছে ভারতের হেডস্যরকে৷ কদিন আগে প্র্যাক্টিস পিচ ও খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছিল টিম ম্যানেজমেন্ট৷ কিন্ত্ত এবার মাঠের অবস্থা নিয়ে কথা বললেন খোদ দ্রাবিড়৷ ম্যাচের পর তিনি বলেন, ‘মাঠ বেশ খানিকটা নরম৷ ফলে আগামীকাল প্লেয়ারদের হ্যামস্ট্রিং আর পেশিতে সামান্য সমস্যা হতে পারে৷ ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে৷ তবে মাঠ কিছুটা নরম হলেও আমরা যথেষ্ট মানিয়ে নিয়েছি৷ পিচও স্পঞ্জি ধরনের৷ এই পিচে যত রান ওঠা উচিত, তার চেয়ে বেশি রান তুলেছি৷ বোলাররাও খুব ভালো খেলেছে৷’

উল্লেখ্য, পাঁচ মাস আগেও নাসাউ কাউন্টির স্টেডিয়াম ছিল চাষের জমি৷ মাত্র তিন মাসে তৈরি করা হয় এই স্টেডিয়াম৷ এই মাঠের পিচ আনা হয়েছে ফ্লোরিডা থেকে৷ যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ৷ এটাকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম৷ তবে যেভাবে তৈরি হয়ে থাক না কেন, মাঠের পরিস্থিতি ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে৷