• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

চোট সারিয়ে মাঠে দ্রাবিড়

রাজস্থানের প্রথম ম্যাচ ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে

ফাইল চিত্র

বেঙ্গালুরুর স্থানীয় লিগে ছেলে অন্বয়ের সঙ্গে ম্যাচ খেলতে নেমেছিলেন রাহুল দ্রাবিড়। সেই ম্যাচে বাঁ পায়ে চোট পান রাজস্থান রয়্যালসের কোচ রাহুল।

চোট সারিয়ে বুধবার তিনি যোগ দিয়েছেন দলের প্রাক মরসুম প্রস্তুতি শিবিরে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। রাজস্থানের প্রথম ম্যাচ ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।

যদিও তাঁর বাঁ পায়ে এখনও বিশেষ ধরনের প্লাস্টার করা রয়েছে। চোট সম্পূর্ণ না সারলেও দ্রাবিড় এখন অনেকটাই ফিট। সঞ্জু স্যামসনদের অনুশীলন করাতে সমস্যা হবে না তাঁর। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।