• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

এশিয়া কাপ হকিতে পাকিস্তানের খেলা নিয়ে সংশয়

পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত

ফাইল চিত্র

পাহেলগামে সন্ত্রাসবাদীদের হামলাকে কেন্দ্র করে পুরুষদের এশিয়া হকি কাপ অনিশ্চিয়তার সামনে এসে পড়ল। বিহারের রাজগীরে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা হবে। কিন্তু পাহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার পর পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিতে আর রাজি নয় ভারত। তিনজন বিদেশি নাগরিক-সহ ২৬জন ভারতীয় নিহত হয়েছেন। যদিও পাকিস্তানি সন্ত্রাসবাদীরাই যে এই ঘটনার মূলচক্রী তা এখনই সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু কথাবার্তা ছিল উর্দু উচ্চারণের ঢঙে। যা সাধারণত পাকিস্তানিদের কথায় ধরা পড়ে। এমনিতেই দু-দেশের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। যেটুকু টিমটিম করে জ্বলছিল তা আর এখন অবশিষ্ট নেই। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। শুধু তাই নয়, যে সমস্ত পাকিস্তানি নাগরিক বর্তমান ভারতে রয়েছেন তাঁদেরও এই মাসের মধ্যে পাকিস্তান ফিরে যেতে বলা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসের শেষে সমস্ত পাকিস্তানি নাগরিককে দেশে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। ‘যে সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতে আসার জন্য বৈধ ভিসা দেওয়া হয়েছিল তা ২৭ তারিখের পর থেকে বাতিল করা হয়েছে। চিকিতসা সংক্রান্ত ভিসা যারা পেয়েছিলেন তাঁদের জন্য ২৯ তারিখ পর্যন্ত বৈধ থাকবে। বর্তমানে ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে চলে যেতে বলা হয়েছে।”

Advertisement

এমন কড়াকড়ি চলছে যখন ধরে নেওয়া যায় এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংশয় থাকবেই। ধরেই নেওয়া যায়, ভারত পাকিস্তানিদের হকি খেলার জন্য ভিসা দেবে না। একটাই বাঁচোয়া, প্রতিযোগিতা শুরু হতে যথেষ্ট দেরি আছে। তাই পরিস্থিতি বদল ঘটতেই পারে। তবে এই প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এখানকার বিজয়ী দল আগামী বছর মেগা ইভেন্টে যোগ দেওয়ার সুযোগ পাবে। যা হবে নেদারল্যান্ডস-বেলজিয়ামে। শুধু সিনিয়র দল নয়, পাকিস্তানের জুনিয়র দলকে ভারতে আসা নিয়ে সংশয় বাড়ছে।

Advertisement

এবছর শেষের দিকে মাদুরাইতে জুনিয়র হকি বিশ্বকাপ হবে। সেখানেও মনে হয়না পাকিস্তান দলকে আসার অনুমতি দেবে ভারত। পাকিস্তান হকি দল শেষবারের মতো এসেছিল ২০২৩ সালে। সেবার চেন্নাইতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল অংশ নিয়েছিল। ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ সালে জুনিয়র বিশ্বকাপেও যোগ দিয়েছিল পাকিস্তান। এমন কী ২০২৩ সালে পাকিস্তানের ফুটবল দল দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এসেছিল। এমন কী গতবছর ডেভিস কাপে খেলার জন্য ইসলামাবাদে গিয়েছিলেন ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু এসব মনে হয়না সাম্প্রতিককালে আর ঘটবে।

Advertisement