• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলা নিয়ে সংশয়

তাঁর কাঁধে যে ফোলা রয়েছে, তা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। খুব তাড়াতাড়ি বুমরা সুস্থ হয়ে উঠতে পারবেন না বলে এমনই অভিমত।

ফাইল চিত্র

অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্ট ম্যাচে সিডনির মাঠে চোট পেয়েছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক যশপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের শেষে তিনি আর মাঠে নামতে পারেননি। প্রথম টেস্ট ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিলেন। তারপরের তিনটি টেস্টম্যাচে জয় বলে শব্দটা ভারতের স্কোরবোর্ডে লেখা হয়নি। তবে তৃতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির জন্য ড্র হয়ে গিয়েছিল। পঞ্চম টেস্টে অধিনায়কের দায়িত্ব বুমরার হাতে থাকলেও তা হারতে হয়েছে। মাঠে যতক্ষণ তিনি ছিলেন না, ততক্ষণ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া সফরে ভারতের কোনও খেলার সবার নজর কেড়েছেন। তিনি হলেন যশপ্রীত বুমরা। যশপ্রীত বুমরার বোলিংয় সাফল্যেই ডিসেম্বর মাসে সেরা খেলোয়াড়ের সম্মানটা তাঁর জন্যই লেখা হয়েছে।

ভারতের মাটিতে ইংল্যান্ড খেলতে আসছে। আগামী শনিবার কলকাতায় পৌঁছে যাবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে আগামী ২২ জানুয়ারি ইডেন উদ্যানে। ভারতীয় দলে এই মুহূর্তে তিনি না থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত্যন্ত প্রয়োজন রয়েছে ভারতীয় দলের কাছে বুমরাকে। কিন্তু তাঁর কাঁধে যে ফোলা রয়েছে, তা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। খুব তাড়াতাড়ি বুমরা সুস্থ হয়ে উঠতে পারবেন না বলে এমনই অভিমত।

কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে বুমরাকে পুরোপুরি ফিট হওয়ার জন্য। কিন্তু তার আগেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। যদি এমন হয়, নকআউট পর্যায়ে ভারতীয় দল খেলায় সুযোগ পায়, তখন হয়তো বুমরা দলের সঙ্গে যোগ দিতে পরেন। আসলে ২০২৩ সালে বুমরার পিঠে যেখানে অস্ত্রোপচার হয়েছিল, সেই জায়গাটা এখনও ভালো ফুলে রয়েছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তারা আগেই বলে দিয়েছিলেন, বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরাকে যেতে চিকিৎসা করার জন্য। কিন্তু এখনও পর্যন্ত বুমরা সেখানে যাননি। কবে যাবেন, তাও নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না। চিকিৎসকরা এই মুহূর্তে বুমরাকে বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তাই পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, তা ঠিক হবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে। বুমরা ছাড়াই এই মুহূর্তে ১৫ জনের নাম বাছাই করার কথা বলেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যদিও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক তালিকা পরিবর্তন করার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামির অনুপস্থিতিতে বাড়তি চাপ পড়ে গিয়েছিল যশপ্রীত বুমরার উপরে। তিনি অস্ট্রেলিয়াতে ১৫১.২ ওভার। এত পরিশ্রম করার ফলে সেই আঘাতপ্রাপ্ত জায়গাটা খুব সহজেই নিরাময় হওয়ার কথা বলা যাচ্ছে না। তাই সংশয় তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে।