• facebook
  • twitter
Sunday, 19 January, 2025

অজি সাংবাদিকের আচরণে বিরক্ত হয়ে প্রোটোকল ভাঙলেন জকোভিচ

বিশ্ব টেনিসের তারকা জানিয়ে দেন, জিম কুরিয়ার (রড লেভার এরিনায় তাঁর ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন) বা অস্ট্রেলিয়ার মানুষের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই।

নােভাক জোকোভিচ (Xinhua/Nicolas Marie/IANS)

অজি সাংবাদিকের আচরণে খেপে লাল নোভাক জকোভিচ। ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ভাঙলেন প্রোটোকল। কিন্তু সম্পূর্ণ অন্য কারণে সার্বিয়ান তারকাকে নিয়ে হইচই শুরু হল। কারণ প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের পরে প্রোটোকল মেনে কোর্টে ইন্টারভিউ দেননি জোকোভিচ। যে কারণে তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়। যদিও নিজের অবস্থানে অনড় থেকে ২৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জানিয়েছেন যে সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনের সরকারি সম্প্রচারকারী সংস্থা চ্যানেল নাইনের এক সাংবাদিক তাঁকে অপমান করেছেন। অপমান করেছেন সার্বিয়ান ফ্যানদের। সেই কারণেই কোয়ার্টারে পৌঁছনোর পরে রড লেভার এরিনায় দাঁড়িয়ে সরকারি সম্প্রচারকারী সংস্থাকে ইন্টারভিউ দেননি। যতদিন না ক্ষমা চাও হবে, ততদিন ইন্টারভিউ দেবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন জোকোভিচ।

ম্যাচের পরে সাংবাদিক বৈঠক শুরুর আগে জোকোভিচ বলেন, ‘কয়েকদিন আগে সার্বিয়ান ফ্যানদের নিয়ে উপহাস করেন সরকারি সম্প্রচারকারী সংস্থা চ্যানেল-৯-এর হয়ে অস্ট্রেলিয়ায় কর্মরত বিখ্যাত ক্রীড়া সাংবাদিক। আমায় নিশানা করে অপমানজনক এবং জঘন্য মন্তব্য করেন। তখন থেকে জনসমক্ষে উনি ক্ষমা চাননি বা চ্যানেল- ৯ কর্তৃপক্ষের তরফেও ক্ষমা চাওয়া হয়নি। যেহেতু ওরা সরকারি সম্প্রচারকারী সংস্থা, তাই আমি চ্যানেল-৯-কে ইন্টারভিউ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সেই সঙ্গে বিশ্ব টেনিসের তারকা জানিয়ে দেন, জিম কুরিয়ার (রড লেভার এরিনায় তাঁর ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন) বা অস্ট্রেলিয়ার মানুষের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই। তাঁদের আঘাতও দিতে চাননি। কিন্তু যে চ্যানেলের সাংবাদিক তাঁকে অপমান করেছেন, সার্বিয়ানদের নিয়ে উল্টো-পাল্টা কথা বলেছেন তাঁদের ইন্টারভিউ দেওয়ার কোনও বাসনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জোকোভিচ। আর জোকোভিচ যে ঘটনার প্রেক্ষিতে এরকম অসন্তোষ প্রকাশ করেছেন, সেটার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। চ্যানেল-৯-এর অনুষ্ঠানের সময় জকোভিচের জন্য গলা ফাটানো সার্বিয়ানদের নিয়ে ‘উপহাস’ ওই সাংবাদিক বলেন, ‘নোভাক ওভাররেটেড। নোভাক, ওকে লাথি মেরে বের করে দাও। ওহ্! আমি আনন্দিত যে ওঁরা আমার কথা শুনতে পারছেন না।’ তবে জকোভিচ নিয়ে সেই বিতর্ক নিয়ে আপাত আর বেশি ঘামাতে চাইবেন না। কারণ কোয়ার্টার ফাইনালে স্পেনের তারকা কার্লোস আলকারাজের বিরুদ্ধে নামবেন সার্বিয়ান। যিনি রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে মেলবোর্নে এসেছেন। ইতিমধ্যে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেলেছেন জকোভিচ। এবার ১১তম খেতাব জয়ের চেষ্টা করছেন বিশ্বের সাত নম্বর খেলোয়াড়।