• facebook
  • twitter
Friday, 18 April, 2025

বিবাহ বিচ্ছেদ শিখর ধাওয়ানের, জানালেন তার স্ত্রী স্বয়ং

নয় বছর একসঙ্গে থাকার পর সম্পর্কের ইতি পড়ল শিখর ধাওয়ান ও আয়েশা মুখােপাধ্যায়ের। ২০১২ সালে ধাওয়ান ও আয়েশার বিয়ে হয়েছিল মেলবাের্নে।

শিখর ধাওয়ান (Photo: Surjeet Yadav/IANS)

নয় বছর একসঙ্গে থাকার পর সম্পর্কের ইতি পড়ল শিখর ধাওয়ান ও আয়েশা মুখােপাধ্যায়ের। ২০১২ সালে ধাওয়ান ও আয়েশার বিয়ে হয়েছিল মেলবাের্নে। তাদের এক পুত্র সন্তানও রয়েছে।

এই খবরটি সােশ্যাল মিডিয়ায় আয়েশা নিজেই জানিয়েছেন। আবেগঘন একটি পােস্টে তিনি লিখেছেন, বিচ্ছেদ শব্দটা খুব খারাপ। আমার দ্বিতীয় বার বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হয় না।

প্রথম বার বিয়ে ভাঙার সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল আমি কিছু ভুল করে ফেলেছি, আমার মা-বাবার সম্মান নষ্ট করে দিয়েছি। নিজেকে স্বার্থপর মনে হয়েছিল। এবং নিজেকে দায়ী করেছিলাম।

বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হত তখন। তবে এই বিচ্ছেদের ব্যাপারে কিছু জানাননি ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।