অসন্তুষ্ট মোদি সরকার

অসন্তুষ্ট,মোদি সরকার

ভারতীয় হকি দল (Photo:SNS)

হকি ইন্ডিয়ার উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। আলোচনা না করেই কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ক্ষুব্ধ মোদি সরকার। হকি ইন্ডিয়ার একতরফা ভাবে কী করে সিদ্ধান্ত নিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

তিনি বলেন, ১৩০ কোটি মানুষের বাস ভারতে। মূল দলের আঠারোজনের বাইরেও অনেক হকি খেলোয়াড় রয়েছে দেশে। এটা ফেডারেশনের দল নয়। ভারতের দল। তাই হকি ইন্ডিয়ার উচিত ছিল সরকারের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করা। এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।