চলতি মরশুমে ভালাে পারফরমেন্স করে দেখাতে না পারায় বেঙ্গালুরু এফসি দলের কোচ কার্লস কুয়াদ্রাটকে আপাতত ছাঁটাই করা হল। শনিবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে কোচবিহীন বেঙ্গালুরু দল।
সুনীলদের দায়িত্ব এখন এসে পড়েছে সহকারী কোচ নৌশাদ মুসার উপর। নয় ম্যাচ খেলে মাত্র বারাে পয়েন্ট সংগ্রহ করেছে চলতি মরশুমে বেঙ্গালুরু এফসি। দলকে বিদায় জানানাের আগে বিদায়ী কোচ বলেন, গত পাঁচ বছরে এই দলের সবাই আমাকে সাহায্য করেছে। সেই জন্য বেঙ্গালুরু এফসি আমার হয়ে থাকবে সারাজীবন।