• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ঘরভাড়ার টাকায় খেলা দেখতে এসে জুটল হতাশা

আহমেদাবাদ– ক্রিকেটের প্রতি ভারতীয়দের ভালবাসা কোনও বাধা মানে না৷ বিশেষত যখন সেই ভালবাসা থাকে বিরাট কোহলির মতো কোনও ক্রিকেটারের উপর৷ সমর্থনের জন্য, প্রিয় ক্রিকেটারের খেলা দেখার জন্য যে কোনও কাজ করতে তৈরি থাকেন সমর্থকেরা৷ তেমনই দেখা গেল বুধবার৷ বুধবার আমেদাবাদে আইপিএলের এলিমিনেটরে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বেঙ্গালুরু৷ সেই ম্যাচে দর্শকাসনে থাকা এক সমর্থক একটি পোস্টার

আহমেদাবাদ– ক্রিকেটের প্রতি ভারতীয়দের ভালবাসা কোনও বাধা মানে না৷ বিশেষত যখন সেই ভালবাসা থাকে বিরাট কোহলির মতো কোনও ক্রিকেটারের উপর৷ সমর্থনের জন্য, প্রিয় ক্রিকেটারের খেলা দেখার জন্য যে কোনও কাজ করতে তৈরি থাকেন সমর্থকেরা৷ তেমনই দেখা গেল বুধবার৷ বুধবার আমেদাবাদে আইপিএলের

এলিমিনেটরে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বেঙ্গালুরু৷ সেই ম্যাচে দর্শকাসনে থাকা এক সমর্থক একটি পোস্টার তুলে ধরেছিলেন৷ সেই পোস্টার ক্যামেরাতে দেখাও গিয়েছিল৷ তাতে লেখা ছিল, ‘কিং কোহলির খেলা দেখার জন্য ঘরভাড়া এবং খাবারের টাকা খরচ করে, ১৫৬৮ কিলোমিটার দূর থেকে এসেছি৷’ এই ছবি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়৷ বেশির ভাগ ওই সমর্থকের ক্রিকেট এবং কোহলি-প্রেমের প্রশংসা করেছেন৷ তবে এত পরিশ্রম করে খেলা দেখতে এসেও কোহলিরা হারায় ওই সমর্থকের প্রতি অনেকে সমব্যথীও৷ কিছু দিন আগে চেন্নাইয়ের এক সমর্থকের কথাও প্রকাশ্যে এসেছিল৷ মেয়ের স্কুলের বেতনের টাকা না দিয়ে ৬৪ হাজার টাকা খরচ করে তিনি চেন্নাইয়ের খেলা দেখতে গিয়েছিলেন৷ প্রশংসার পাশাপাশি এ কাজের জন্য তাঁকে সমালোচিতও হতে হয়েছিল৷