দুটি বিশ্বকাপের আগে দীপা কর্মকার বললেন তার ওপর কোনও চাপ নেই

দীপা কর্মকার

আজারবাইজ্জানের বাকুতে এবং কাতারের দোহায় দূটি বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য জিমন্যাস্ট দীপা কর্মকার প্রস্তুত।সোম্ বার দীপা বলেছেন, তার কাছে প্রতিটি প্রতিযোগিতা খুব কঠিন ।কিন্তু এজন্য তিনি কোন চাপ অনুভব করেন না।১৪মার্চ বাকুতে বিশ্বকাপ শুরুর আগে একটি টেলিফোন সাক্ষাত্‌কারে দীপা বলেছেন,তার প্রশিক্ষণ ভালোই চলছে।তিনি এতদিন তার নিজের শহর আগরতলাতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।সেরা ফল করার জন্য তিনি সবরকম চেষ্টা করবেন। দীপা বলেছেন, অলিম্পিকই হোক অথবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ সবই তার কাছে সমান।প্রতিটি প্রতি্যোগিতাই ভীষণ কঠিন।খেলোয়াড়দের পারফরমেন্সে ওঠানামা থাকেই।দীপা উদাহরণ দিয়ে বলেছেন ,এশিয়ান গেমসে যে কোনও কারণেই হোক আমি ভাল ফল করতে পারিনি।গতবছর এশিয়াডে মেয়েদের ব্যালান্স বিম ফাইনালে দীপা পঞ্চম স্থান পান।

দীপা বারবার বলেছেন , আমার ওপর কোনও চাপ নেই তাই আমাকে নিজের সেরাটা দেখাতেই হবে।আমি প্রথমে চাইবো নিজের পারফরমেন্সে যেন নিজে সন্তুষ্ট হই । ২০১৮ সালে তুরস্কে মার্সিনে আর্টিস্টিক জিম্‌ন্যাস্টিক্স বিশ্ব চ্যালেঞ্জ কাপে মেয়েদের ভল্টে দীপা সোনা জিতেছিলেন।ফরোওয়ার্ডদের জীবনে ওঠাপড়া প্রসঙ্গে দীপা ব্লেছেন,২০১৭ সালে আঘাতের কারণে তাঁর অস্ত্রোপচার করতে হয়েছিল এবং প্রায় দুই বছর তিনি বসেছিলেন।এই সময়কালে তিনিও ট্রেনিং ও করতেন না।একজন ক্রীড়াবিদের পক্ষে বাইরে থাকাটা খুব ক্ষটক্র।গতবছর দীপা কর্মকার ঃদ্য স্মল ওয়ান্ডার(ইন্ডিয়াজ ফার্স্ট এভার ফিমেল জিম্‌ন্যাস্ট টু ক্মপিট ইন অলিম্পিক্স)এই নামে একটি বই প্রকাশিত হ্যেছে।এরপর কি?দীপার জীবন নিয়ে চলচ্চিত্র তৈরি হবে কি?তার উত্তরে দীপা বলেছেন , আমার কোচ বিশ্বেশ্বর নন্দী স্যার এটা ভাল জানেন।যদি স্যার চান যে আমার জীবনের ওপ্ র চলচ্চিত্র হোক,তবেই হবে।