বেঙ্গালুরু— এবারের আইপিএল ক্রিকেটে খেলা চলাকালীনই ভারতীয় দলের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক আভাস দিয়েছিলেন তিনি আর খেলার মধ্যে থাকবেন না৷ অর্থাৎ হাতের গ্লাভসটা আলমারিতে সাজিয়ে রাখবেন৷ তখন থেকেই একটা গুঞ্জন তৈরি হয়েছিল দীনেশ কার্তিকের অবসর নিয়ে৷ আইপিএল ক্রিকেটে আরসিবি এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতেই অবসর নেওয়ার কথা বলেন দীনেশ কার্তিক৷ আরসিবিতে তাঁর সতীর্থরা গার্ড অব অনার দেন৷ বিরাট কোহলি থেকে মহম্মদ সিরাজরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন৷ এবারে অবসরের কথা সরকারিভাবে ঘোষণা করে দিলেন দীনেশ কার্তিক৷
ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের জন্মদিন ছিল শনিবার৷ তাই সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন দীনেশ৷ এরই মাঝে অবসাদের সুর শোনা গেল৷ জন্মদিনে তাঁর ভক্তদের বিরাট সারপ্রাইজ দিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক৷ এদিন সন্ধ্যায় সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৩৯ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার৷ ১৯ বছর ৮ মাস ২৭ দিনের ক্রিকেট সফর শেষ৷ ক্রিকেটকে এ বার বিদায় জানালেন দীনেশ কার্তিক
সোশ্যাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেলে একটি লম্বা খোলা চিঠি এবং একটি ভিডিয়ো শেয়ার করে দীনেশ কার্তিক তাঁর অবসর ঘোষণা করলেন৷ ওই পোস্টের ক্যাপশনে দীনেশ লিখেছেন, ‘এটা অফিসিয়াল৷ ধন্যবাদ৷ ডিকে৷’
এবারের আইপিএলই ফিনিশার দীনেশের শেষ ক্রিকেট টুর্নামেন্ট, তা আগেই ঘোষণা করে দিয়েছিলেন৷ আইপিএলে তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটসম্যান ২৫৭টি ম্যাচ খেলেছেন৷ তার ব্যাট থেকে ৪৮৪২ রান এসেছে৷ দেশের হয়ে দীনেশ কার্তিক ২৬টা টেস্ট, ৯৪টা একদিনের ম্যাচ ও ৬০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ প্রায় ২০ বছরের ক্রিকেট কেরিয়ার থামিয়ে দিলেন দীনেশ কার্তিকের৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেলে দীনেশ কার্তিকের বর্ণাঢ্য কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে৷