• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, দাবি দিন্দার

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে দিন্দার অনুরোধ, যেন বিসিসিআই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

অশোক দিন্দা। ফাইল চিত্র।

বাংলাদেশে চলতে থাকা সংখ্যালঘু নিপীড়ন এবং ভারত বিদ্বেষের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার অশোক দিন্দা। তাঁর দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষমা চাইতে হবে। যতদিন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষমা চাইছে, ততদিন ভারত যেন বাংলাদেশের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ না করে, এমনটাই তাঁর বক্তব্য। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে দিন্দার অনুরোধ, যেন বিসিসিআই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

বুধবার একটি বিবৃতি মারফৎ দিন্দা জানান, ‘বাংলাদেশে যেভাবে আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসাবে আমি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করছি, এই ঘটনার প্রতিবাদে পদক্ষেপ করা হোক। লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হোক বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। যতদিন পর্যন্ত না বাংলাদেশ বোর্ড লিখিতভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত সেদেশের সঙ্গে ভার‍ত যেন কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলে।’ সেই সঙ্গে তিনি আরও জানান, ‘আমি সিএবির সদস্য়। তাই এই ব্যাপারে কঠিন পদক্ষেপ করার জন্য জন্য বিসিসিআইকে অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ গত সেপ্টেম্বর মাসেই ভারতে সফরে এসেছিল টেস্ট খেলতে। ২০২৫-এ ভারতের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রোফিতেও মোকাবিলা হতে পারে তাদের। এই পরিস্থিতিতেই বাংলাদেশের ভারতবিদ্বেষের প্রতিবাদে সোচ্চার হলেন দিন্দা। এর আগে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না বলে রব তুলেছিলেন শিলিগুড়ির চিকিৎসকরা। প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার সরব হলেন বিজেপির বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় পেসার।