মেসির রেকর্ড ভাঙলেন পুরোনো সতীর্থ, রেকর্ড গড়ার পথে দি মারিয়া

বেনফিকার হয়ে খেলার সময়ে অ্যাঞ্জেল দি মারিয়া। ছবি: সমাজমাধ্যম।

রেকর্ড গড়তে চলেছেন আর্জেন্তিনীয় ফুটবল তারকা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোল অ্যাসিস্টের তালিকায় নাম যুক্ত হতে চলেছে অ্যাঞ্জেল দি মারিয়ার। বর্তমানে তিনি ইউসিএলের সর্বোচ্চ অ্যাসিস্টকারীর তালিকায় দ্বিতীয় স্থানে, যে স্থানে এতোদিন ছিলেন লিওনেল মেসি। উল্লেখ্য, এই তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগালের জাতীয় দল এবং আরবের আল-নাসের ক্লাবের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গত বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল বেনফিকার সঙ্গে মোনাকোর। পর্তুগিজ প্রথম শ্রেণির লিগ ‘প্রিমেইরা লিগা’-তে বর্তমানে তৃতীয় স্থানে থাকা বেনফিকার ফরওয়ার্ডে খেলেন দি মারিয়া। মোনাকোর বিরুদ্ধে তাঁরা ৩-২ গোলে জেতেন। এই ম্যাচেই তাঁর ইউসিএল অ্যাসিস্টের সংখ্যা ৪০ এর ঘর টপকে দাঁড়ায় ৪১-এ, যা মেসির ইউসিএল অ্যাসিস্টের থেকে ১টি বেশি। বর্তমানে রোনাল্ডো ৪২টি অ্যাসিস্ট করে শীর্ষে রয়েছেন। অর্থাৎ, তালিকার মাথায় পৌঁছোতে দি মারিয়াকে আর মাত্র একটা গোলের পাস বাড়াতে হবে।

প্রসঙ্গত, তাঁর বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারে মোট ১১২টি ইউসিএল ম্যাচ খেলেছেন তিনি। মাত্র ১১২টি ম্যাচেই তিনি মেসিকে পেরিয়ে গিয়েছেন অ্যাসিস্টের নিরিখে। মেসি ৪০টি গোল অ্যাসিস্ট করেছেন ১৬৩টি ম্যাচ খেলে। রোনাল্ডোকে ৪২টি অ্যাসিস্টের জন্য মাঠে নামতে হয়েছে ১৮৩টি ম্যাচে। দি মারিয়া এই দুই সর্বকালের সেরা বা ‘গোট’ খেলোয়াড়কে অনেক কম ম্যাচেই টপকে গেলেন।


তবে দি মারিয়ার পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষে জয়ের সৌভাগ্য জোটেনি। গতকাল লিভারপুলের বিরুদ্ধে ২-০ গোলে হেরে গিয়েছে সর্বোচ্চ (১৫টি) চ্যাম্পিয়নস লিগ ট্রোফি জয়ী মাদ্রিদ। লিভারপুলের হয়ে ৫২ মিনিটের মাথায় গোল দেন আর্জেন্তিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭৬ মিনিটের মাথায় আরেকবার জালে বল জড়ান ডাচ ফরওয়ার্ড কোডি গ্যাকপো।