• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

আইপিএল থেকে অবসর নিচ্ছেন ধোনি!

চেন্নাই– হঠাৎ করে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেডে় সকলকে অবাক করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ জাতীয় দল থেকে আচমকা তাঁর অবসর নেওয়ার ঘোষণাও ক্রিকেটপ্রেমীদের জোর ধাক্কা দিয়েছিল৷ কারণ তার আগের মুহূর্ত পর্যন্তও ঘুণাক্ষরে কিছু টের পেতে দেননি মাহি৷ এবার আইপিএল অবসর নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেন কিংবা কবে নেন, সেটাই এখন লাখ টাকার সওয়াল৷ তবে সমর্থকদের

চেন্নাই– হঠাৎ করে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেডে় সকলকে অবাক করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ জাতীয় দল থেকে আচমকা তাঁর অবসর নেওয়ার ঘোষণাও ক্রিকেটপ্রেমীদের জোর ধাক্কা দিয়েছিল৷ কারণ তার আগের মুহূর্ত পর্যন্তও ঘুণাক্ষরে কিছু টের পেতে দেননি মাহি৷ এবার আইপিএল অবসর নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেন কিংবা কবে নেন, সেটাই এখন লাখ টাকার সওয়াল৷ তবে সমর্থকদের কৌতূহল খানিকটা দূর করতে আসরে নামল খোদ চেন্নাই৷

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে ধোনির চেন্নাই৷ ফলে এবারের মতো আর বলা যাবে না, ‘মাহি মার রাহা হ্যায়৷’ কিন্ত্ত এটাই কি ছিল ক্যাপ্টেন কুলের শেষ আইপিএল? নাকি আরও একটা মরশুম দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভক্তদের মনে৷ গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি৷ কিন্ত্ত এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে৷ তাই কৌতূহল হয়েছে দ্বিগুণ৷ তাছাড়া পরের বছরের আইপিএলে ধোনির বয়স হবে ৪৩৷ আবার হাঁটুতেও রয়েছে চোট৷ ফলে তাঁর খেলার সম্ভাবনা আরও ক্ষীণ৷ তবে চেন্নাই জানাচ্ছে, এখনই আশাহত হওয়ার কারণ নেই৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছে, আপাতত রাঁচিতে নিজের বাডি় ফিরে গিয়েছেন ধোনি৷ কয়েকটা মাস সময় নেবেন৷ তার পর আইপিএলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তিনি৷ ‘চেন্নাই ছাড়া নিয়ে এখনও কিছু বলেননি ধোনি৷ ম্যানেজমেন্টকে তিনি জানিয়েছেন, কয়েকটা মাস অপেক্ষা করে তার পর সিদ্ধান্ত নেবেন৷’ জানিয়েছেন চেন্নাইয়ের এক আধিকারিক৷

চলতি আইপিএলে সব ম্যাচে ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি ধোনির৷ তবে একাধিক ম্যাচে তাঁকে চার-ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে৷ এমনকী আরসিবির বিরুদ্ধে ম্যাচেও ২৫ রান করেন তিনি৷ কিন্ত্ত ছক্কা মারতে গিয়েই ক্যাচ আউট হন৷ এবার দেখার আগামী মরশুমের জন্য ধোনি কী সিদ্ধান্ত নেন৷