• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দেশের জার্সি গায়ে বেশি একদিনের ম্যাচ খেলায় দ্বিতীয়স্থানে ধোনি

বিরাটের পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধােনিও নয়া নজির গড়ে ফেললেন।

মহেন্দ্র সিং ধোনি (Photo: Surjeet Yadav/IANS)

বিরাট কোহলি ব্যাট হতে শচীনকে টপকে একদিনের ক্রিকেটে দ্রুততম এগারাে হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। বিরাটের পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও নয়া নজির গড়ে ফেললেন।

দেশের জার্সি গায়ে বেশি একদিনের ম্যাচ খেলার নজির গড়ে ধোনি দ্বিতীয়স্থানে উঠে এলেন এবং টপকে গেলেন রাহুল দ্রাবিড়কে। তবে, দেশের জার্সি গায়ে সবথেকে বেশি একদিনের ম্যাচ খেলেছেন শচীন তেন্ডুলকর ৪৬৩ টি।

পাশাপাশি বলে রাখা ভালাে সদ্য ক্রিকেট থেকে অবসর ঘােষণা করা যুবরাজ সিংও ৩০১ টি ম্যাচ খেলেছিলেন।

এক নজরে ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি একদিনের ম্যাচ খেলার তালিকায় ক্রিকেটাররা

  • শচীন তেন্ডুলকর – ৪৬৩ টি ম্যাচ।
  • মহেন্দ্র সিং ধোনি – ৩৪৪* টি ম্যাচ। ভারতের হয়ে খেলেছেন ৩৪১ টি ম্যাচ। এশিয়া একাদশের হয়ে তিনটি ম্যাচ।
  • রাহুল দ্রাবিড় – ৩৪৪ টি ম্যাচ। ভারতের হয়ে ৩৪০ টি খেলেছিলেন। এশিয়া একাদশের হয়ে একটি এবং আইসিসি বিশ্ব একাদশ দলের হয়ে তিনটি খেলেছেন।
  • মহম্মদ আজহারউদ্দিন – ৩৩৪ টি ম্যাচ।
  • সৌরভ গাঙ্গুলি – ৩১১ টি ম্যাচ। ভারতের হয়ে ৩০৮ টি ম্যাচ। এশিয়া একাদশের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।