৬০০ টাকা চাইলেন ধোনি

চেন্নাই– আইপিএলকে কাজে লাগিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে জালিয়াতি শুরু হয়েছে৷ কেউ যেমন আইপিএলের মুহূর্ত ব্যবহার করে সচেতনতার প্রসার করতে চাইছেন, তেমনই কেউ কেউ ভুয়ো বার্তা পাঠিয়ে জালিয়াতি করতে চাইছেন৷ তেমনই একটি ঘটনা দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে৷ ধোনির ইনস্টাগ্রাম আইডি এবং ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সমর্থকদের বার্তা পাঠিয়ে জালিয়াতির চেষ্টা করা হচ্ছে৷

সমাজমাধ্যমে বিভিন্ন সমর্থক একটি বার্তার স্ক্রিনশট তুলে ধরেছেন৷ সেখানে ধোনির অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠিয়ে লেখা হয়েছে, “নমস্কার, আমি এমএস ধোনি৷ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপনাকে বার্তা পাঠাচ্ছি৷ রাঁচী শহরের বাইরে একটি এলাকায় এসেছি৷ নিজের পার্স আনতে ভুলে গিয়েছি৷ আপনি কি আমাকে ৬০০ টাকা পাঠাতে পারবেন, যাতে আমি বাসে করে ফিরতে পারি৷ বাডি় ফিরলেই টাকা ফেরত দিয়ে দেব৷”

একে তিনি ধোনি৷ তার উপর পার্স আনতে ভুলে গিয়েছেন বলে বাসে করে বাডি় ফিরবেন, এই ব্যাপারটা হজম করতে পারেননি অনেক সমর্থকই৷ সঙ্গে সঙ্গে তাঁরা সেই বার্তার স্ক্রিনশট তুলে ধরে বাকিদের সতর্ক করে দিয়েছেন৷ ফলে এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি৷ অনেকেই বিষয়টি নিয়ে মজা শুরু করেছেন৷


চলতি আইপিএলে ছন্দে রয়েছেন ধোনি৷ বিভিন্ন ম্যাচে পরের দিকে নেমে তাঁর ঝোড়ো ইনিংস সমর্থকদের মন জয় করে নিয়েছে৷