দুর্দান্ত শুরু করেও লা লিগার মাঝে মুখ থুবড়ে পড়ল বার্সা

শনিবার লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে প্রেড্রির গোলে পিছিয়ে পড়ার পরেও দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল এবং ইনজুরি টাইমে অ্যালেকজান্ডার সরলথের গোলে দারুণ প্রত্যাবর্তন করে দিয়েগো সিমিওনের দল। এই জয়ের ফলে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট এগিয়ে গেল অ্যাটলেটিকো। মরশুমের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিল বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে গিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল।

কিন্তু সম্প্রতি একেবারে দিশাহীন দেখিয়েছে বার্সাকে। খেলার ছন্দ হারিয়ে গিয়েছে, একাধিক গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশ হচ্ছে না, অ্যাটকিং থার্ডে গিয়ে হারিয়ে যাচ্ছে বল পজিশন। শেষ সাতটি লিগ ম্যাচের মধ্যে বার্সা জিতেছে মাত্র একটি। আবার, ঘরের মাঠে পরপর তিন ম্যাচ হারতে হয়েছে এবার যা কিনা ১৯৮৭ সালের পর সবচেয়ে খারাপ রেকর্ড। অ্যাটলেটিকোর কাছে হারের পর হতাশ বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি। জানান, ‘খেলা আমাদের হাতে ছিল, কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি’। লা লিগায় বার্সেলোনার মাঠে এটি দিয়েগো সিমিওনের প্রথম জয়।

পরিসংখ্যান বলছে, অ্যাটলেটিকোর হয়ে আলেকজান্ডার সরলথ ৯০ মিনিট বা তার পরে গোল করে এই মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৩টি ম্যাচে গোল করেছেন। সরলথ লিগে মাত্র সাতটি ম্যাচে শুরু করেছেন। কিন্তু আটটি গোল করে এখনও পর্যন্ত দলের শীর্ষ গোলদাতা তিনি। অ্যাটলেটিকো কোচ সিমিওনে বলেন, ‘তিন থেকে চার সপ্তাহ আগে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। শেষের দিকে ওর পারফরম্যান্স অসাধারণ’। অন্যদিকে, লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রবিবার নামছে সেভিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে জয় পেলে বার্সেলোনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে রিয়াল।