ক্রিকেট খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল যুবকের। এই আকস্মিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিএমআর কলেজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে। হঠাৎই মাঠের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান ওই বি.টেক পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি।
শুক্রবার তেলেঙ্গানার খম্মম জেলার সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলে সেখানে অংশগ্রহণ করেন বছর একুশের বিনয় কুমার। ফিল্ডিং করতে করতেই হঠাৎই বুকে হাত দিয়ে সতীর্থদের খেলা থামাতে বলেন এই বি. টেক পড়ুয়া। কলেজের কর্মী ও সহপাঠীরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে, সেখানে ডাক্তাররা বিনয়কে মৃত বলে ঘোষণা করে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ওই যুবকের।