• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

টি-টোয়েন্টি ক্রিকেটে ডেভিড ওয়ার্নার সবসময়ই জনপ্রিয় ক্রিকেটার : ইউসুফ

ডেভিড ওয়ার্নার শট ফরম্যাটের ক্রিকেটে সবসময় জনপ্রিয় ক্রিকেটার। বিনোদনের ক্রিকেটে বিনোদন দেখানোর জন্য ওয়ার্নার সবসময়য় প্রস্তুত থাকেন।

সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি ও মেন্টর ভিভিএস লিক্ষন এর সাথে ইউসুফ পাঠান, রাশিদ খান, জনি বেয়ারস্টো (Photo IANS)

নিজস্ব প্রতিনিধি – দুবছর আগে এটাই ছিল হোম গ্রাউন্ড কিন্তু গত বছর থেকে চিত্রটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। নাইটরা ছেড়ে দিয়েছিল ইউসুফ পাঠানকে। আর ইউসুফকে তুলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দল। আর নতুন দলের জার্সি পড়ে বেশ জমাটি পারফরমেন্স করে দেখিয়েছিলেন ইউসুফ পাঠান। তবে, প্রতিনিয়ত ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকার পরও চলতি বছরে পাঠান নিজের সেরা খেলাটা কতটা ভালোভাবে মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয় হবে। শনিবার টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঠান জানান, ‘দীর্ঘদিন পর আবারও আমাদের দলে ফিরে এসেছে ডেভিড ওয়ার্নার। আপনারা ভাববেন এক বছরটাকে আমি কেন দীর্ঘদিন বলছি। আমাদের কাছে ওই সময়টাই অনেক ছিল। কারণ ডেভিড ওয়ার্নার শট ফরম্যাটের ক্রিকেটে সবসময় জনপ্রিয় ক্রিকেটার। বিনোদনের ক্রিকেটে বিনোদন দেখানোর জন্য ওয়ার্নার সবসময়য় প্রস্তুত থাকেন। এবছরও ডেভিড নিজের সেরা খেলা মেলে ধরার জন্য পুরোপুরি প্রস্তুত এবং দর্শকের মাতিয়ে রাখবেন তাঁর পারফরমেন্স দিয়ে সেটা আমি এখন থেকে বিশ্বাসের সঙ্গে বলে দিতে পারি।’

এদিকে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সানরাইজার্স হায়দরাবাদের দলের কোচ টম মুডি জানান, ‘অধিনায়ক কেন উইলিয়ামসন রবিবার প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় উইলিয়ামসন কাঁধে চোট পেয়েছিলেন। তাই তিনি খেলতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। পাশাপাশি শুক্রবারই মার্টিন গুপ্টিল হায়দরাবাদ শিবিরে যোগ দিয়েছেন। তবে, যদি দেখি উইলিয়ামসন কিছুটা ফিট তাহলে তাঁকে খেলানো হতে পারে সব সিদ্ধান্তই রবিবার নেওয়া হবে। এবং ভুবি আমাদের দলের সহ-অধিনায়ক, যদি কেন না খেলে ভুবিই আমাদের দলকে নেতৃত্ব দেবে।’