• facebook
  • twitter
Thursday, 19 December, 2024

মেলবোর্নের টেস্টের আগে কামিন্স চিন্তায় ফেললেন রোহিতদের

হ্যাজলউড তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন কাফ মাসেলের টানে সমস্যায় পড়েছিলেন। তার ফলে খেলা সম্ভব হয়নি। ওই অবস্থায় কামিন্স ও স্টার্ক বাড়তি দায়িত্ব নিয়ে বলকরে সফল হয়েছেন। দীর্ঘ সময় ধরে তাঁদের বল করতে হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বর্ডার-গাভাসকার ক্রিকেট ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স চিন্তায় ফেলে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। আর এই টেস্ট ম্যাচের আরও গুরুত্ব আছে বক্সিং ডে টেস্ট হিসেবে। তাই দুই দলের কাছে লড়াইটা অন্য মাত্রা পাবে।

মেলবোর্ন ও সিডনি টেস্ট ম্যাচ নিয়ে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, তিনি ও মিচেল স্টার্ক ভারতীয় শিবিরে আঘাত হানার জন্যে প্রস্তুত রয়েছেন।

পাশাপাশি, চোট পাওয়া হ্যাজলউড খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে তৈরি হয়ে রয়েছেন স্কট বোল্যান্ড। বোল্যান্ড প্রথম একাদশে জায়গা করে নিচ্ছেন। যেহেতু হ্যাজলউড খেলতে পারবেন না, তাই ত্রয়ী আক্রমণে ভারতীয় দল চাপের মধ্যে পড়ে যাবে।

হ্যাজলউড তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন কাফ মাসেলের টানে সমস্যায় পড়েছিলেন। তার ফলে খেলা সম্ভব হয়নি। ওই অবস্থায় কামিন্স ও স্টার্ক বাড়তি দায়িত্ব নিয়ে বলকরে সফল হয়েছেন। দীর্ঘ সময় ধরে তাঁদের বল করতে হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছুটা সময় বিশ্রাম পেয়েছিলেন।

তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার কারণে চতুর্থ টেস্ট ম্যাচ জিততে দুই দলই মরিয়া। এখন টেস্ট সিরিজ ১-১ ফলাফলে দাঁড়িয়ে রয়েছে।

অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, কেকোন সময় খেলার মতো জায়গায় আছেন,তা জোর গলায় আগাম বলতে পারা যায় না। তবে আমরা কীভাবে এগিয়ে যেতেপারি, সেটাই দেখার বিষয়। নিজেদের ভালো অনুভব করছি। অ্যাডিলেডের টেস্টের পরে বেশ কয়েকটা দিন অস্ট্রেলিয়ার বোলাররা বিশ্রাম পেয়েছেন বৃষ্টির কারণে।

এখানে উল্লেখ করা যেতে পারে, আগামী দুটো ম্যাচে স্টার্ক বা কামিন্সের মধ্যে কোনও একজনকে বিশ্রাম দেওয়া হলে নিঃসন্দেহে ভারতীয় শিবিরে স্বস্তির হাওয়া বইত। অস্ট্রেলিয়ার বোলাররা ভারতের ব্যাটসম্যানদের অনেক সমস্যার মধ্যে ঠেলে দিয়েছিলেন। সেই বিপর্যয় থেকে মুক্তি পাওয়াটা বেশ কঠিন হবে আগামী দুটো টেস্টে।