করােনার দ্বিতীয় ঢেউয়ের রেশ সামলাতে যখন হিমসিম খাচ্ছিল গােটা দেশ, তখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করার কথা বলেছিলেন নাইট তথা অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স। আরাে একবার তিনি সকলের মন জয় করে নিলেন এই কঠিন সময়ে।
তিনি টুইট করে জানান, ভারতে অক্সিজেনের ভয়ঙ্কর ঘাটতি মেটাতে তিনি পঞ্চাশ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। কিন্তু কামিন্স তার সিদ্ধান্ত বদল করেছেন।
তিনি এই অনুদান প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার বদলে এখন স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিসেফকে দিচ্ছেন। এই করােনা সঙ্কটে ক্রিকেট অস্ট্রেলিয়াও ইউনিসেফের সঙ্গে জুটি বেঁধে ভারতের পাশে দাঁড়িয়েছে।