• facebook
  • twitter
Wednesday, 20 November, 2024

ড্র করে পরের রাউন্ডে ক্রোয়েশিয়াও

পর্তুগাল এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র তুলে নিল।

ক্রোয়েশীয় ফুটবল দল। ছবি: ইন্টারনেট।

নেশনস লিগে পর্তুগালের সঙ্গে মুখোমুখি হয়েছিল সোমবার রাতে ক্রোয়েশিয়া। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। পর্তুগাল এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র তুলে নিল। ক্রোয়েশিয়াও এই গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। অর্থাৎ তারাও শেষ আটের ম্যাচে খেলবে।
নেশনস লিগে দারুণ ছন্দে রয়েছে পর্তুগাল। একটি ম্যাচেও হারেনি তারা। ছ’টি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং দু’টি ড্র করেছে। ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে তারা। গত ম্যাচে পোল্যান্ডকে পাঁচ গোল দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যদিও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। তাতে যদিও খুব কিছু ক্ষতি হয়নি পর্তুগালের। বরং ম্যাচ ড্র হওয়ায় লাভ হল ক্রোয়েশিয়ার। স্কটল্যান্ডের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তারাও। ছ’টি ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়া দু’টি জিতেছে, দু’টি ড্র করেছে এবং দু’টি হেরেছে। জোয়ায়ো ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। সেই গোল শোধ করেন ক্রোয়েশিয়ার জোস্কো ভারদিয়োল। পর্তুগাল ও ক্রোয়েশিয়া ছাড়াও শেষ আটে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে জার্মান, স্পেন, ইতালি ও ফ্রান্স।
বর্তমানে খেলার জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। তারা ২-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে দিয়েছে। খেলার ইনজুরি সময়ে গোল করে দলকে জয় তুলে দেন লিভারপুলের ফুটবলার অ্যান্ড রবার্টসন। অন্যদিকে নর্দান আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গের সঙ্গে ওই ম্যাচটিও ২-২ গোলে শেষ হয়। এই গ্রুপ থেকে শীর্ষে থাকার কারণে পরের রাউন্ডে খেলার জন্য তৈরি হয়ে গেল নর্দান আয়ারল্যান্ড। আবার রোমানিয়া ৪-১ গোলে সাইপ্রাসকে পরাস্ত করেছে। লিচটেনস্টেইনকে ৩-১ গোলে হারায় সান মারিনা।
পর্তুগাল, ক্রোয়েশিয়া ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। তারা গ্রুপের শেষ ম্যাচে সুইৎজ়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে যায়। শেষ আটের খেলায় স্পেন জায়গা করে নিয়েছে। স্পেনের হয়ে তিনটি গোল করেছেন ইয়েরেমি পিনো, ব্রায়ান গিল ও ব্রায়ান জার্গোজা। সুইৎজারল্যান্ডের হয়ে গোল দু’টি করেন মন্টেরিও এবং জেকেরি। একটি ম্যাচও জিততে না পারায় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সুইৎজারল্যান্ড। অন্য ম্যাচে সাইপ্রাসের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে রোমানিয়া। তারা জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। ফ্রান্স এবং ইটালিও কোয়ার্টার ফাইনালে উঠেছে। একটি ম্যাচ বাকি থাকলেও জায়গা পাকা জার্মানির। সেই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে নেদারল্যান্ডসও। এবারে নেশনস লিগে শেষ আটের খেলার দিকে সবার নজর থাকবে। কোন দল জিতে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, সেটাই দেখার বিষয়।